কলকাতা, 26 অগস্ট : মূলত ভোট পরবর্তী হিংসার ঘটনায় রাজ্য পুলিশ যেসব জায়গায় ভুল করেছে বা অপরাধ লঘু করে দেখানোর চেষ্টা করছে, সেগুলি চিহ্নিত করেই এবার তদন্ত করতে চাইছে সিবিআই (CBI) । অত্যাচারিত মহিলারা অনেক সময় পুরুষ তদন্তকারীদের সঙ্গে কথা বলতে কুণ্ঠা বোধ করেন । তাই বাংলায় ভোট পরবর্তী নির্বাচনে তদন্তকারী টিমগুলিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে বাংলা জানা মহিলা অফিসারদের ।
দিল্লিতে সিসিবিআইয়ের সদর দফতরের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । মূলত যে সব জেলায় ভোট পরবর্তী হিংসার ঘটনায় খুন, ধর্ষণ বা শ্লীলতাহানির ঘটনা সামনে এসেছে, সেই সব স্থানে সিবিআই এই মহিলা আধিকারিকদের ময়দানে নামিয়ে কাজ করাতে চায় । নাম প্রকাশে অনিচ্ছুক এক সিবিআই আধিকারিক বলেন, "অতীত অভিজ্ঞতায় দেখা গিয়েছে, অনেক সময় অত্যাচারের শিকার মহিলারা পুরুষ তদন্তকারী অফিসারদের সঙ্গে কথা বলতে কুণ্ঠা বা অস্বস্তি বোধ করেন । অনেক তদন্তকারী অফিসারদেরই সব অত্যাচারিত মহিলারা পুরো কথা বলে উঠতে পারেন না লজ্জায় । কিন্তু মহিলা তদন্ত অফিসার হলে সেই সমস্যা হয় না ৷ তাই আমাদের প্রত্যেক টিমে এক-দু'জন করে মহিলা তদন্তকারী অফিসার থাকবেন । আর যেহেতু অনেক ঘটনা এমন জায়গায় ঘটেছে, যেখানে হয়তো অত্যাচারিত মহিলা ইংরেজি বা হিন্দিতে সড়গড় নন । তাই বাংলা জানা মহিলা অফিসারদেরই আমরা আমাদের টিমে রাখব ৷"
এদিন ফের বৃহস্পতিবার কলকাতায় কাঁকুড়গাছিতে মৃত বিজেপি সমর্থক অভিজিৎ সরকারের বাড়িতে আসেন সিবিআইয়ের গোয়েন্দারা । সঙ্গে আসে কেন্দ্রীয় বাহিনীও । সিবিআইয়ের সঙ্গে ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের চারজন আধিকারিক । কিন্তু সেই চার আধিকারিককে বাড়িতে ঢুকতে বাধা দেন মৃতের ভাই বিশ্বজিৎ সরকার । এরপর কলকাতা পুলিশের হোমিসাইড শাখার ওই চার আধিকারিক সেখান থেকে বেরিয়ে যান ।