পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

BJP Durga Puja: পৌরহিত্য করছেন 'অব্রাহ্মণ মহিলা', বিজেপি'র দুর্গাপুজোয় আধুনিকতার ছোঁয়া - দুর্গাপুজো

গেরুয়াশিবিরের এবারের পুজোর পৌরহিত্য করছেন একজন মহিলা । শুধু তাই নয়, তিনি 'অব্রাহ্মণ' ৷ নাম সুলতা মণ্ডল । মাত্র 18 বছর বয়সেই শাস্ত্রজ্ঞানে পারদর্শী মণ্ডল পরিবারের একমাত্র কন্যা । চণ্ডীপাঠেও একইভাবে দক্ষ সুলতা (Sulata Mondal is presiding over BJP Durga Puja) ।

Etv Bharat
বিজেপি'র দুর্গাপুজোয় আধুনিকতার ছোঁয়া

By

Published : Oct 1, 2022, 12:47 PM IST

Updated : Oct 1, 2022, 6:12 PM IST

কলকাতা, 1 অক্টোবর: পুজোয় রাজনীতির ছোঁয়া আগেই লেগেছিল ৷ 2020 সালে করোনা আবহেই শুরু হয়েছিল বিজেপির দুর্গাপুজো । ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । দু'বছর পর সেই রাজনীতির হাত ধরেই আধুনিকতার ছোঁয়া লাগল বাঙালির শ্রেষ্ঠ উৎসবে ৷ শনিবার ষষ্ঠীর দিন উদ্বোধন হল পদ্মশিবিরের দুর্গাপুজোর (Sulata Mondal is presiding over BJP Durga Puja) ৷

ইজেডসিসি'তে (EZCC) আয়োজিত এই দুর্গাপুজোয় এবার রয়েছে চমক ৷ সকালবেলা মন্ত্র পড়ে নিষ্ঠাভরে আচার-নিয়ম পালন করে দুর্গাপুজো শুরু করলেন সুলতা । পুরো নাম সুলতা মণ্ডল । গেরুয়াশিবিরের এবারের পুজোর পৌরহিত্য করছেন একজন মহিলা । শুধু তাই নয়, তিনি 'অব্রাহ্মণ' ৷ গত দু'বছরের নিয়ম ভেঙে এবার দলের পুজোয় পৌরহিত্য করছেন এক মহিলা । বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের জেলার মেয়ে সুলতার বাস দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার বাতাসকুড়ি গ্রামে । মাত্র 18 বছর বয়সেই শাস্ত্রজ্ঞানে পারদর্শী মণ্ডল পরিবারের একমাত্র কন্যা । চণ্ডীপাঠেও একইভাবে দক্ষ সুলতা ।

বিজেপি'র দুর্গাপুজোয় আধুনিকতার ছোঁয়া

আরও পড়ুন: ছক ভাঙা পুজো, রাজ্য বিজেপির উমার পুজো আরেক উমার হাতে

এ'বছর আদৌ দুর্গাপুজো হবে বা হলেও কি পরিসরে হবে তা নিয়ে নানান জল্পনা দানা বেঁধেছিল । সমস্ত জল্পনা কাটিয়ে এদিন শুধু দুর্গাপুজোর উদ্বোধন পর্বই হল না । রীতিমতো চমকে দিলেন পদ্মশিবিরের উদ্যোক্তারা ৷ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিজেপি নেতা রাহুল সিনহা ।

Last Updated : Oct 1, 2022, 6:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details