পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Justice Gangopadhyay Order সৎ ছেলেকে টাকা না দিলে মহিলার চাকরি কাড়বেন, সাফ জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায় - কলকাতা হাইকোর্ট

সৎ ছেলেকে টাকা না দিলে মহিলার চাকরি কাড়বেন (Calcutta High Court)৷ স্পষ্ট এ কথা জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Gangopadhyay Order)৷

woman job to be terminated if she does not give money to stepson, says Justice Abhijit Gangopadhyay
সৎ ছেলেকে টাকা না দিলে মহিলার চাকরি কাড়বেন, সাফ জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

By

Published : Aug 30, 2022, 5:37 PM IST

কলকাতা, 30 অগস্ট:সৎ ছেলে (Stepson) সমীর টিঙ্গুয়াকে টাকা না দিলে চাকরি চলে যাবে (Woman job to be terminated)। সৎ মা পিঙ্কি রানি টিংগুয়াকে জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Gangopadhyay Order)। তাঁর বক্তব্য, বেতন ও পারিবারিক পেনশন চালু হবে ৷ কিন্তু সৎ ছেলেকে টাকা না দিলে বেতন বন্ধের নির্দেশ দিয়ে দেবেন তিনি । পাশাপাশি শিশু সুরক্ষা দফতরের আদালতে তাঁর সুপারিশ, সৎ ছেলেকে যাতে কংক্রিটের ছাদের বাড়ি করে দেওয়া যায়, সেই ব্যবস্থা করতে হবে (Calcutta High Court)।

এ দিন সমীরের সৎ মা পিঙ্কি রানি টিংগুয়া (মাণ্ডি)কে আদালতে হাজির করে পাঁশকুড়া থানার পুলিশ । আদালতে হাজির হয়ে তিনি জানান, স্বামীর ঋণ শোধ করতে গিয়ে ছেলেকে টাকা দেওয়া হয়নি । সম্প্রতি বকেয়া সব টাকা তিনি দিয়ে দিয়েছেন । বিচারপতির প্রশ্ন, কোথা থেকে কত টাকা ঋণ করেছেন ? কারা আপনাকে ঋণ দিয়েছেন ? তাঁদের এত টাকা আছে ? উত্তরে পিঙ্কি জানান, স্থানীয় তিন ব্যক্তির কাছ থেকে তিনি ঋণ নিয়েছিলেন । তাঁরা ব্যবসায়ী ।

উল্লেখ্য, পাঁশকুড়ার একটি স্কুলের প্রাক্তন কর্মচারী ছিলেন সমীর টিঙ্গুয়ার মা । মায়ের মৃত্যুর পর সেই চাকরি পান সমীরের বাবা । তিনি ফের বিবাহ করেন । পরবর্তীকালে সমীরের বাবারও মৃত্যু হয় । কম্প্যাশনেট গ্রাউন্ডে চাকরি পান সমীরের সৎ মা । শর্ত ছিল, তাঁকে মাসে 7,000/-দিতে হবে সৎ ছেলে সমীর টিঙ্গুয়াকে । কিন্তু চলতি বছরের এপ্রিল মাস থেকে সেই টাকা দেওয়া বন্ধ করে দেন সৎ মা পিঙ্কি । সমীর নাবালক হওয়ায় তাঁর দাদু আদালতের দ্বারস্থ হন । সেই মামলা বিচারাধীন ছিল ।

আরও পড়ুন:হাইকোর্টে স্বস্তি অভিষেক শ্যালিকার, কয়লাপাচার মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে হবে কলকাতাতেই

জেলা শিশু সুরক্ষা ও কল্যাণ অফিসার সারদা বিবি হাইকোর্টে হাজির হয়ে ঘটনার সত্যতা উল্লেখ করেন এবং আদালতকে এও জানান, পিঙ্কি রানি টিংগুয়া (মাণ্ডি)-র সঙ্গে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যাচ্ছে না । তিনি অন্যত্র বিবাহ করেছেন । তারপরই সৎ ছেলেকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছেন তিনি । সৎ ছেলের টাকা বন্ধ করে দেওয়ায় পিঙ্কিকে ব্যক্তিগত ভাবে হাজির করানোর জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)৷

ABOUT THE AUTHOR

...view details