পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Dengue in Kolkata: চিকিৎসায় গাফিলতিতে হরিদেবপুরে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু, জানাল পৌরনিগম - কলকাতা পৌরনিগম

সম্প্রতি ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে হরিদেবপুরের বাসিন্দা শর্মিলা চট্টোপাধ্যায়ের ৷ কলকাতা পৌরনিগমের দাবি, চিকিৎসকের ভুল চিকিৎসার কারণেই ওই মহিলার মৃত্যু হয়েছে (woman died in Dengue in Kolkata) ৷

Dengue in Kolkata
ETV Bharat

By

Published : Sep 5, 2022, 9:50 PM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর: ডেঙ্গুতে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে হরিদেবপুরের ব্যানার্জি পাড়ার বাসিন্দা শর্মিলা চট্টোপাধ্যায়ের (woman died in Dengue in Kolkata) । তাঁর বয়স হয়েছিল 59 বছর । তবে এই মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুললেন কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায়চৌধুরী ।

পুজোর মুখে মশাবাহিত ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো রোগের বাড়বাড়ন্তে ঘুম ছুটেছে শহরবাসীর । ক্রমশ বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা । চেষ্টা করেও এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না কলকাতা পৌরনিগম । এর সঙ্গেই ঘটেছে ডেঙ্গিতে মৃত্যুর ঘটনাও । কলকাতার হরিদেবপুরের এক বাসিন্দার মৃত্যু হয়েছে ডেঙ্গিতে (Dengue in Kolkata) ৷

আরও পড়ুন: ঝাড়খণ্ডের তিন বিধায়ককে শর্ত সাপেক্ষে রাজ্যের যাওয়ার অনুমতি হাইকোর্টের

এই ঘটনার কথা এদিন মেনে নিয়ে ওই মহিলার চিকিৎসায় ত্রুটি ছিল বলে এদিন অভিযোগ করলেন পৌরনিগমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায়চৌধুরী (one lady died in Dengue in Kolkata) । এবিষয়ে বিস্তারিত তথ্য দেন তিনি ৷ পাশাপাশি তিনি জানান, ডেঙ্গির চিকিৎসার যে গাইডলাইন আছে তা সমস্ত চিকিৎসককে মেনে চলতে হয় । কিন্তু ওই মহিলা যে চিকিৎসককে দেখিয়েছিলেন তিনি সেই গাইডলাইন মানেননি । যে ওষুধ দেওয়া নিষেধ রয়েছে সেটাই রোগীকে দেওয়া হয়েছে । একজন অ্যালোপ্যাথি চিকিৎসক হয়ে তুলসী, পেঁপের রস খাবার পরামর্শ লিখিতভাবে দিয়েছেন তিনি । ওষুধ দিলেও তা কোন পরিস্থিতিতে কটা খাবেন তাও নির্দিষ্ট করে বলেননি ওই চিকিৎসক । ফলে রোগীর চিকিৎসায় ত্রুটি রয়ে যায়, যার জেরে মৃত্যু হয়েছে শর্মিলা চট্টোপাধ্যায় নামে ওই মহিলার ৷

চিকিৎসায় গাফিলতিতে হরিদেবপুরে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু, জানাল পৌরনিগম

সুব্রত রায়চৌধুরীর কথায়, "আমাদের পৌর এলাকায় বা আমাদের পৌর রক্তপরীক্ষা কেন্দ্রে পরীক্ষা করলে দ্রুত বিষয়টি আমাদের নজরে আসত, কিন্তু সেটা হয়নি ৷" ওই চিকিৎসকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে কি না, সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, "এই বিষয়ে স্বাস্থ্য দফতর সিদ্ধান্ত নেবে ।" এই পৌর আধিকারিকের দাবি, কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 578 ৷

ABOUT THE AUTHOR

...view details