পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Woman Body Recovered: মহিলাকে শ্বাসরোধ করে খুন ! পলাতক লিভ-ইন পার্টনার - পূর্ব যাদবপুরে খুন

এক মহিলার দেহ উদ্ধার হল পূর্ব যাদবপুর থানা এলাকায় (Woman Body Recovered)৷ তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের ৷ পলাতক ওই মহিলার লিভ-ইন পার্টনার (Live in partner absconded)৷

woman-body-recovered-from-purba-jadavpur-live-in-partner-absconded
মহিলাকে শ্বাসরোধ করে খুন ! পলাতক লিভ-ইন পার্টনার

By

Published : Jun 26, 2022, 3:56 PM IST

কলকাতা, 26 জুন: ঘর থেকে উদ্ধার হল মহিলার মৃতদেহ (Woman Body Recovered)। তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অনুমান তদন্তকারীদের । এই ঘটনার পর থেকে এলাকা ছেড়ে চম্পট দিয়েছেন মহিলার লিভ-ইন পার্টনার । পূর্ব যাদবপুর থানা এলাকার ছিট কালিকাপুর এলাকার ঘটনা । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ (Live in partner absconded)।

খবর পেয়ে ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা । মহিলার দেহ প্রাথমিক ভাবে পর্যবেক্ষণ করে গোয়েন্দাদের অনুমান, বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাঁকে । দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে । ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পর এই মৃত্যুর সঠিক কারণ জানতে পারবেন পূর্ব যাদবপুর থানার পুলিশ আধিকারিকরা (Kolkata murder case)।

পুলিশ সূত্রে খবর, পূর্ব যাদবপুর থানা এলাকার ছিট কালিকাপুর এলাকার একটি বাড়ি মাস কয়েক আগে ভাড়া নেন এক যুবক । অভিযোগ, এরপর নিত্যদিন সেই ঘরে আসতেন এক বছর তিরিশের মহিলা । পরে সেই মহিলা পাকাপাকি ভাবে সেই বাড়িতে ওই ব্যক্তির সঙ্গে থাকতে শুরু করেন । এলাকার বাসিন্দারা জানতেন যে তাঁরা লিভ-ইন করেন ।

আরও পড়ুন:Unnatural Death In Belda : দেউলিতে আগুনে পুড়ে মৃত্যু হল এক ব্যক্তির ! তদন্তে পুলিশ

ওই বাড়ির মালিক আজ যুবকের ঘরে গিয়ে একাধিকবার ডাকাডাকি করলেও কেউ সাড়া না দেওয়ায় তিনি পুলিশে খবর দেন । খবর দেওয়া হয় স্থানীয় ক্লাব এবং স্থানীয় পূর্ব যাদবপুর থানায় । থানা থেকে পুলিশকর্মীরা এসে দরজা ভেঙে দেখেন বিছানায় ওই বছর তিরিশের মহিলা পড়ে রয়েছেন । পাশেই রাখা রয়েছে একটি বালিশ । বিছানার চাদর ওলট পালট অবস্থায় রয়েছে । খবর যায় কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দাদের কাছে ।

ঘরের পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ দেখে এবং দেহ প্রাথমিক ভাবে দেখে গোয়েন্দাদের অনুমান, বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই মহিলাকে । ঘটনার পর রহস্যজনক ভাবে উধাও হয়ে গিয়েছেন মহিলার লিভ-ইন পার্টনার । ইতিমধ্যেই রাস্তার এবং এলাকার সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করে তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা ।

ABOUT THE AUTHOR

...view details