কলকাতা, 9 মার্চ: নিউ আলিপুরের মাদক কাণ্ডে বিজেপি নেতা রাকেশ সিং-এর সহকারীকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ পামেলা গোস্বামীর পর এই ঘটনায় গ্রেফতার হলেন আরও এক মহিলা ৷ ধৃতের নাম প্রিয়াঙ্কা সিং ওরফে সুইটি। তাঁকে গ্রেফতার করে গোয়েন্দারা বিস্তর তথ্য পেয়েছেন বলে সূত্রের দাবি ।
কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা জানিয়েছেন, ধৃত সুইটিকে আজ আদালতে পেশ করা হবে । তাঁকে হেফাজতে নিতে আবেদন করবে পুলিশ ।