পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মনোবিদ নিয়ে জেরার ভাবনা শিশু খুনে অভিযুক্ত মা'কে - beleghata child murder update

গলায় সেলোটেপ ঢুকিয়ে দেওয়া হয়েছিল, আর তাতেই দমবন্ধ হয়ে যায় দুমাসের শিশু কন্যার ৷ এরপর আছড়ে মারার ফলেই ওই শিশু কন্যার থুতনি ও মাথায় গুরুতর আঘাত লাগে ৷ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷

beleghata murde
সন্ধ্যা মালো

By

Published : Jan 28, 2020, 12:13 PM IST

কলকাতা, 27 জানুয়ারি : প্রথমে গলায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল সেলোটেপ, তাতেই দমবন্ধ হয়ে মারা যায় দু'মাসের শিশুকন্যা ৷ বেলেঘাটার ঘটনায় সামনে এসেছে এমনই তথ্য ৷ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে, মৃত্যুর পর ওই শিশুকন্যার গলায় ফাঁস দেওয়া হয় ৷ তারপর আছড়ে মারা হয়, আর তাতেই শিশুকন্যার থুতনি ও মাথায় গুরুতর আঘাত লাগে ৷ খুনের পরই শিশুকে ঢুকিয়ে দেওয়া হয় ম্যানহোলে ৷

এমন নৃশংস খুনের ঘটনার রিপোর্ট হাতে পেয়েই তাজ্জব তদন্তকারী অফিসারেরা ৷ ঘটনায় অভিযুক্ত শিশুর মা সন্ধ্যা মালো ৷ সে 4 দিনের পুলিশি হেপাজতে রয়েছে ৷ হেপাজতে থাকাকালীন মনোবিদের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে অভিযুক্তকে ৷

ঘটনার সূত্রপাত রবিবার দুপুরবেলা ৷ বেলেঘাটার সিআইটি রোডের পাশে মহল্লা অ্যাপার্টমেন্টের সুদর্শন মালো ফোন করেন বেলেঘাটা থানায় ৷ তিনি জানান, দুপুর 12.30 থেকে 1টা পর্যন্ত বাড়িতে তাঁর স্ত্রী সন্ধ্যা মালো, পরিচারিকা টুম্পা দাস ও দু' মাসের শিশু কন্যা সানায়া মালো ৷

অজ্ঞাতপরিচয় যুবকের আঘাতে সন্ধ্যা সংজ্ঞা হারিয়েছিল বলা হয় ৷ পরিচারিকা টুম্পা সংক্রান্ত একটি তথ্যও দেওয়া হয় ৷ ঘটনার পর সুদর্শনের বাবা হেমন্ত বাড়িতে ফিরে দেখেন সানায়া নিখোঁজ ৷ এরপর থানায় অভিযোগ দায়ের করা হলে ঘটনার তদন্ত শুরু করেন পুলিশ৷

পুলিশ সূত্রের খবর, অপহরণের এই গল্প প্রথম থেকেই তদন্তকারীদের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি ৷ সেইমতোই সন্ধ্যাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ ৷ জেরা করার সময়ই পরিচারিকা সংক্রান্ত তথ্য নিয়ে সন্দেহ হয় পুলিশের ৷

অপরদিকে সন্ধ্যার মাথায়ও আঘাতের অল্প চিহ্ন ছিল ৷ কিন্তু, পুলিশকে তিনি জানিয়েছিলেন মাথায় আঘাত লাগার পর সংজ্ঞা হারান তিনি ৷ এরপর তদন্তকারীরা সন্ধ্যার কাছে জানতে চান, যদি সরাসরি দেওয়ালে কপাল ঠুকে দেওয়া হয় তাহলে চশমা অক্ষত থাকল কীভাবে ? এই প্রশ্নের পরেই ভেঙে পরেন সন্ধ্যা ৷ জেরায় স্বীকার করেন, শিশুকন্যাকে খুন করেন নিজেই৷

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জেরায় অভিযুক্ত স্বীকার করেছে, শিশুকন্যাকে নিয়ে রীতিমতো ক্লান্ত হয়ে পড়েছিল সে ৷ সেই কারণে মেয়েকে খুন করার পরিকল্পনা ৷ এই সব কারণেই মনোবিদের সাহায্য নেওয়ার কথা ভেবেছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details