পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Kalyani University Pro VC Case বিনা যোগ্যতায় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য পদে গৌতম পাল, হাইকোর্টে মামলা দায়ের

যোগ্যতা ছাড়াই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য পদে বসেছেন গৌতম পাল (Gautam Paul) ৷ আর সেই অভিযোগে তাঁকে পদ থেকে বরাখাস্ত করার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা (Kalyani University Pro VC Case) করলেন বিশ্ববিদ্যালয়ের এক কর্মী ৷

without-qualification-gautam-paul-recruit-as-kalyani-university-pro-vc-case-files-in-calcutta-hc
without-qualification-gautam-paul-recruit-as-kalyani-university-pro-vc-case-files-in-calcutta-hc

By

Published : Aug 26, 2022, 5:24 PM IST

কলকাতা, 26 অগস্ট: যোগ্যতা ছাড়াই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হয়েছেন গৌতম পাল (Gautam Paul) ৷ এই অভিযোগে এবং তাঁকে পদ থেকে বরখাস্ত করার আবেদন জানিয়ে মামলা (Kalyani University Pro VC Case) দায়ের করা হল কলকাতা হাইকোর্টে ৷ বিচারপতি কৌশিক চন্দর বেঞ্চে এই মামলা দায়ের করা হয়েছে ৷ 2018 সালে গৌতম পালকে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের (Kalyani University) সহ-উপাচার্য পদে নিয়োগ করা হয় ৷ এই মামলার পরবর্তী শুনানি 7 নভেম্বর ৷

আদালতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের কর্মী প্রলয় চক্রবর্তী একটি মামলা দায়ের করেন ৷ যেখানে তাঁর আইনজীবী জানিয়েছেন, গৌতম পালকে একজন ‘রিডার’ হিসাবে নিয়োগ করা হয়েছিল ৷ কিন্তু, 2018 সালে তাঁকে হঠাৎ, সহ-উপাচার্য পদে নিয়োগ করে দেওয়া হয় ৷ তাই তাঁর এই পদে নিয়োগ সম্পূর্ণ বেআইনি ৷ আবেদনকারীদের বক্তব্য শোনার পর বিচারপতি সবপক্ষকে হলফনামা জমা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছেন ৷

আরও পড়ুন:মাদ্রাসায় নিয়োগে দুর্নীতির অভিযোগ, উত্তরপত্র ও পেনের ফরেন্সিক পরীক্ষার নির্দেশ হাইকোর্টের

এ দিন কলকাতা হাইকোর্টে মামলাকারীর আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য বলেন, ‘‘সহ-উপাচার্য হিসাবে নিযুক্ত হওয়ার যোগ্যতা ছিলনা গৌতম পালের ৷’’ অন্যদিকে, মামলাকারীর অভিযোগ অস্বীকার করেছেন গৌতম পালের আইনজীবী সপ্তাংশু বসু ৷ তিনি বলেন, 2018 সালে থেকে তিনি ওই পদে রয়েছেন ৷ সম্প্রতি তাঁকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদে নিযুক্ত করা হয়েছে ৷’’ এই মামলার পরবর্তী শুনানি আগামী 7 নভেম্বর ৷

ABOUT THE AUTHOR

...view details