পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Adhir Slams Mamata: সৌরভকে নিয়ে আন্দোলন না করে মোদি বন্দনায় ব্যস্ত মুখ্যমন্ত্রী, কটাক্ষ অধীর চৌধুরীর

সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের (Sourav Ganguly) পাশে দাঁড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সৌরভকে আইসিসি (ICC)-তে পাঠানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) হস্তক্ষেপ দাবি করেছেন তিনি ৷ যা নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর বক্তব্য, সৌরভকে নিয়ে আন্দোলন না করে মোদি বন্দনায় ব্যস্ত মুখ্যমন্ত্রী ৷

without-making-the-sourav-ganguly-axe-a-big-issue-mamata-banerjee-is-trying-to-please-pm-narendra-modi-taunts-adhir-ranjan-chowdhry
Adhir Slams Mamata: সৌরভকে নিয়ে আন্দোলন না করে মোদি বন্দনায় ব্যস্ত মুখ্যমন্ত্রী, কটাক্ষ অধীর চৌধুরীর

By

Published : Oct 17, 2022, 7:00 PM IST

কলকাতা, 17 অক্টোবর: বিসিসিআইয়ের (BCCI) সভাপতি বিতর্কে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) পাশে দাঁড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সৌরভকে বোর্ডের তরফে আইসিসি (ICC)-তে পাঠানোরও দাবি তুলেছেন তিনি ৷ এই বিষয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) হস্তক্ষেপ দাবি করেছেন ৷ এই নিয়ে মমতার সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস (Congress) ৷ তাদের বক্তব্য, সৌরভের সঙ্গে বঞ্চনা নিয়ে আন্দোলন সংগঠিত না করে মোদি বন্দনায় ব্যস্ত মুখ্যমন্ত্রী ৷

এদিন প্রদেশ কংগ্রেসের রাজ্য অফিস বিধানভবনে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhry) বলেন, "বাসি খবর । ঠোঙা হয়ে গিয়েছে । আর তা নিয়েই এখন মাতামাতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় । সৌরভকে বিসিসিআইতে না পাঠানো নিয়ে বাংলা তথা গোটা দেশের মানুষ প্রতিবাদ জানিয়েছেন । কিন্তু এতদিন বাদে মুখ্যমন্ত্রী মোদি বন্দনায় ব্যস্ত । তিনি তো রাজ্যে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করতে পারতেন ৷ রাস্তায় নামতে পারতেন । করলেন না। এখন মোদিকে স্মরণ করছেন ।’’

অধীরের আরও বক্তব্য, ‘‘সকলে এখন বুঝতে পারছে প্রতিটি ক্ষেত্রে এখন মোদি বন্দনায় ব্যস্ত তিনি । ইডি (ED), সিবিআইকে (CBI) খারাপ বলছেন । আবার মোদিকে ভালো বলছেন । আসলে তিনি যা করতে চাইছেন, গোটা রাজ্যের মানুষ তা বুঝতে পারছেন ।"

উল্লেখ্য, এদিন উত্তরবঙ্গে যাওয়ার পথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, সৌরভ গঙ্গোপাধ্যায় আসলে প্রতিহিংসার রাজনীতির শিকার ৷ এদিন তাঁর স্পষ্ট বক্তব্য, সৌরভের মতো ব্যক্তিত্ব শুধু বাংলার নয়, গোটা দেশের গর্ব । তাঁর (সৌরভ) বিরুদ্ধে অন্তত প্রতিহিংসার রাজনীতি শোভা পায় না ।

সৌরভকে নিয়ে আন্দোলন না করে মোদি বন্দনায় ব্যস্ত মুখ্যমন্ত্রী, কটাক্ষ অধীর চৌধুরীর

একই সঙ্গে এদিন তাঁর প্রশ্ন, ক্রিকেট প্রশাসক হিসাবে অমিত শাহের ছেলে যদি থাকতে পারে, তাহলে কেন বাদ দেওয়া হল সৌরভ গঙ্গোপাধ্যায়কে ? মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সৌরভ শুধু আমাদের নয়, গোটা দেশের গর্ব । সৌরভ ক্রিকেট জীবনে যথেষ্ট দক্ষতার সঙ্গে যেমন খেলেছে, তেমনই যথেষ্ট দক্ষতার সঙ্গে প্রশাসনও চালিয়েছে । এবং ও বিসিসিআইয়ের প্রেসিডেন্ট ছিল । কোর্টের অর্ডারে তিন বছরের জন্য প্রশাসন সামলানোর সুযোগ যেমন সৌরভকেও দেওয়া হয়েছিল । একই ভাবে দেওয়া হয়েছিল অমিত শাহের ছেলেকেও । কিন্তু কেন জানি না কী কারণে অমিতবাবুর ছেলে রয়ে গেলেন সৌরভ বাদ ।’’

আরও পড়ুন:সৌরভকে আইসিসি-র চেয়ারম্যান মনোনীত করুক বিসিসিআই, মোদিকে আর্জি মমতার

ABOUT THE AUTHOR

...view details