নবান্ন (হাওড়া), 13 সেপ্টেম্বর : বিজেপির নবান্ন অভিযান (BJP Nabanna Abhijan) ৷ সেই অভিযানকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয়কে ৷ কিন্তু বাইরে যখন পুলিশের অতন্দ্র প্রহরা, ঠিক সেই সময় একেবারে অন্য ছবি ধরা পড়ল নবান্নের (Nabanna) অন্দরে ৷ সেখানে একেবারে প্রথা মেনে পালিত হল স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ দাসের মৃত্যুদিন (Jatin Das Death Anniversary) ৷
সারা বছর স্বাভাবিক নিয়মে স্বাধীনতা সংগ্রামী থেকে বিশিষ্টদের জন্ম ও মৃত্যুদিন পালন করা হয় সরকারি তরফে ৷ এর আয়োজন করে মূলত তথ্য ও সংস্কৃতি দফতর ৷ রাজ্য সরকারের তরফে কোনও না কোনও মন্ত্রী শ্রদ্ধাজ্ঞাপন করেন ৷ মঙ্গলবারও সেই নিয়মে ছেদ পড়ল না ৷