কলকাতা, 17 অগস্ট : করোনা সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় সোমবার এই সংক্রান্ত বিধি-নিষেধ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ৷ সোমবার নবান্নের তরফে এনিয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে ৷ ভ্যাকসিনেশনের কাজ সম্পন্ন থাকলে আইটি সেক্টর, কল-কারখানাগুলি 100 শতাংশ কর্মী নিয়ে কাজ চালু করতে পারবেন বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে ৷ আজ থেকেই এই নির্দেশ কার্যকর হচ্ছে ৷
এদিন রাজ্যের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা বিধি মেনে এবার থেকে সমস্ত জাদুঘর খোলা যাবে ৷ এএসআই (Archeological Survey Of India- ASI) নিয়ন্ত্রিত সমস্ত মনুমেন্ট এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে বিনোদনমূলক পার্কগুলিও খুলে দেওয়া হবে । তবে সেখানে 50 শতাংশ মানুষ প্রবেশ করতে পারবেন । এছাড়া আইটি সেক্টর, কারখানা, শিল্পাঞ্চল সমস্ত ক্ষেত্রেই এবার থেকে পুরোদমে কাজ চালানো যাবে । এতদিন সেখানে 100 শতাংশ কর্মীর উপস্থিতির আদেশ ছিল না । এখন সেই বিধি-নিষেধ তুলে নেওয়া হল । তবে 100 শতাংশ কর্মীর অনুমতি দিলেও নবান্ন জানিয়েছে, কাজে আসা সমস্ত কর্মীর টিকাকরণ সম্পূর্ণ হতে হবে । যথাযথ ভাবে কোভিডবিধি মেনে চলতে হবে । আজ অর্থাত্ 17 অগস্ট থেকে এই নির্দেশ কার্যকর হবে বলে জানিয়েছে নবান্ন ।