কলকাতা, 2 নভেম্বর:বিজেপির সবাইকে জানাই খুব শুভ দীপাবলি ৷ বাংলায় চার আসনে উপনির্বাচনে (Bengal Bypoll) তৃণমূলের বিরাট ব্যবধানে জয় নিশ্চিত হওয়ার পর এভাবেই বিজেপিকে বিদ্রুপ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)৷ এই জয় প্রকৃত অর্থেই শব্দবাজিহীন দীপাবলি বলে কটাক্ষ করেছেন তিনি ৷
মঙ্গলবার সকালে খড়দা, গোসাবা, শান্তিপুর ও দিনহাটার উপনির্বাচনের ভোটগণনা শুরুর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হতে থাকে ছবিটা ৷ তৃণমূলের প্রার্থীদের ভোট সংখ্যা লাফিয়ে বাড়তে থাকে ৷ চার কেন্দ্রেই বিপুল ব্যবধানে এগিয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷ অবশেষে দিনহাটায় 1 লাখ 64 হাজার 89 ভোটে এবং গোসাবায় 1 লাখ 43 হাজার 51 ভোটে জয়ী হয়েছে তৃণমূল ৷ খড়দা ও শান্তিপুরেও যখন জয় প্রায় নিশ্চিত, তখন টুইটারে নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ জয়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপিকে খোঁচা মারতে ভোলেননি তিনি ৷ সংক্ষিপ্ত দু'লাইনের টুইটে তাঁর নিশানায় রয়েছে বিজেপি ৷
আরও পড়ুন:Mamata Banerjee : চার আসনের উপনির্বাচনে মানুষের জয়, টুইট মমতার
অভিষেক টুইটে লিখেছেন, "এটা প্রকৃত অর্থেই শব্দবাজিহীন দীপাবলি ৷ বিজেপির নেতাকর্মীদের জানাই খুব শুভ দীপাবলি ৷"