কলকাতা, 11 ডিসেম্বর : পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটলেই রাজ্যে প্রবেশ করবে উত্তুরে হাওয়া ৷ 48 ঘণ্টা পর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে ৷ আলিপুর আবহওয়া দপ্তর এ খবর জানিয়েছে ৷ আগামী 48 ঘণ্টায় দিনের তুলনায় রাতের তাপমাত্রা খানিকটা কমবে । উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে । শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে তাপমাত্রা ইতিমধ্যেই প্রায় 11 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে । উত্তরবঙ্গের তরাই, ডুয়ার্সের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ৷
48 ঘণ্টার মধ্যে রাজ্যে উত্তুরে হাওয়া ঢুকবে - রাজ্যে আসতে চলেছে শীত
48 ঘণ্টা পর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে ৷ আলিপুর আবহওয়া দপ্তর এ খবর জানিয়েছে ৷ আগামী 48 ঘণ্টায় দিনের তুলনায় রাতের তাপমাত্রা খানিকটা কমবে ।
আগামী 48 ঘণ্টায় দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এবং কোচবিহারে হালকা কুয়াশার প্রভাব থাকবে ৷ পশ্চিমের জেলাগুলিতে 48 ঘণ্টার পর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে । আগামীকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কলকাতায় আকাশ এখন মেঘলা । আবহাওয়া দপ্তরের আধিকারিক গোকুলচন্দ্র দেবনাথ জানিয়েছেন, 48 ঘণ্টার মধ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে যাবে । তারপর উত্তুরে হাওয়া রাজ্যে প্রবেশ করবে ৷ ক্রমশ তাপমাত্রা কমতে শুরু করবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ।
আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস ৷ সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ৷ গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.5 ডিগ্রি সেলসিয়াস ৷