পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ছোট্ট ইনিংসে রাজ্যে ফিরেছে শীত, বৃহস্পতিবার থেকে বাড়বে গরম - পশ্চিমী ঝঞ্ঝা

লাগাতার কয়েকদিন পারদ ঊর্ধ্বমুখী থাকার পর, আজ থেকে ফের রাজ্যে তাপমাত্রা কমতে শুরু করেছে ৷ আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 2 ডিগ্রি নেমে 15.1 ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে ৷ তবে, শীতের এই আমেজ বেশিদিন স্থায়ী হবে না ৷ জম্ম ও কাশ্মীরে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ায় আগামী বৃহস্পতিবার থেকে তাপমাত্রা ফের বাড়বে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ৷

winter-came-back-in-west-bengal
ছোট্ট ইনিংসে রাজ্যে ফিরেছে শীত, বৃহস্পতিবার থেকে আবারও বাড়বে গরম

By

Published : Feb 8, 2021, 3:56 PM IST

কলকাতা, 8 ফেব্রুয়ারি : কলকাতায় আবারও ফিরেছে শীতের আমেজ। গত তিন চারদিন পারদ ঊর্ধ্বমুখী হওয়ার পর আজ থেকে আবারও কমতে শুরু করেছে তাপমাত্রা। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.1 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। গত 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দিনে আরও কমবে তাপমাত্রা। ফলে রাজ্যে ফের জাঁকিয়ে পড়তে চলেছে শীত ৷


তবে দীর্ঘস্থায়ী হবে না এই শীতের আমেজ। কম সময়ের জন্যই এই শীতের আমেজ থাকবে রাজ্যে। বৃহস্পতিবার এরপর থেকে ফের বাড়তে থাকবে তাপমাত্রা। কমবে শীতের আমেজ বাড়বে গরমে অনুভূতি । কারণ আগামী 24 ঘণ্টায় ফের একটি পশ্চিমী ঝঞ্জা তৈরি হচ্ছে উত্তর ভারতে। যার ফলে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে থমকে যাবে উত্তরে ঠান্ডা বাতাস। আজ সকালে কলকাতায় কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে গেছে। আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘণ্টায় কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে ও হালকা কুয়াশাও থাকবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 97% সর্বনিম্ন 48%।

আরও পড়ুন : শীতের লম্বা ইনিংসে কাঁপছে উত্তর থেকে দক্ষিণ
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দু’দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালে হালকা কুয়াশার প্রভাব থাকবে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে, উত্তরবঙ্গের দু-এক জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে। উত্তর-পূর্ব ভারতে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরাতে আগামী তিন দিন অতি ঘন কুয়াশার সর্তকতা জারি করা হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details