কলকাতা, 11 অগস্ট:অনুব্রত মণ্ডলকে (TMC stand on Anubrata Mondal) ইতিমধ্যেই গ্রেফতার করেছে সিবিআই । অভিযোগ, গরু পাচার এবং বালি পাচার মামলায় তাঁর সহযোগী সায়গল হোসেনকে জিজ্ঞাসাবাদে অনুব্রত মণ্ডলের নাম পাওয়া গিয়েছে । আর সেই কারণেই তাঁকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে । বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল জিজ্ঞাসাবাদে সহযোগিতা করছেন না । তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে । প্রসঙ্গত প্রথমে পার্থ চট্টোপাধ্যায়, এ বার তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল । তাঁর গ্রেফতারি নিয়ে কী বলবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ? যদিও অনুব্রত মণ্ডলের গ্রেফতারির বিষয়টি প্রকাশ্যে আসতেই ছোট থেকে বড় সব তৃণমূল নেতাই এই নিয়ে প্রতিক্রিয়া জানাতে অস্বীকার করেছেন । পার্থ চট্টোপাধ্যায়ের ন্যায় এ বারও বলা হয়েছে দল গোটা পরিস্থিতির উপর নজর রাখছে ৷ সঠিক সময়েই এই নিয়ে প্রতিক্রিয়া দেবে তৃণমূল কংগ্রেস ।
এ দিকে, অনুব্রত মণ্ডলের গ্রেফতারি প্রসঙ্গে বিজেপি ত্যাগী ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং জানিয়েছেন, একটা জায়গা থেকে তৃণমূল কংগ্রেস আগেই তাঁদের অবস্থান স্পষ্ট করেছে । কোনও দুর্নীতি বা অস্বচ্ছতা সঙ্গে যুক্ত কোনও নেতার পাশে দাঁড়াবে না দল । এ ক্ষেত্রে তাঁর যুক্তি, অনুব্রত মণ্ডল যদি দোষী হন আইন আইনের পথে চলবে । দল তাতে হস্তক্ষেপ করবে না ।