কলকাতা, 7 মে : তৃতীয় ইনিংস এসে ক্রমেই তৃণমূল নেতা থেকে মন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগের পাহাড় তৈরি হচ্ছে । রাজনৈতিক মহলের অভিযোগ, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) বহরে বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার মধ্যে বেশকিছু বেনোজল ঢুকেছে । আর সে কারণেই প্রয়োজন শুদ্ধিকরণের ।
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, তৃণমূল সুপ্রিমো ভালোভাবেই জানেন, একটা দল যতই মানুষের জন্য কাজ করুক, বারবার সেই দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠলে এর প্রভাব দলের ভাবমূর্তিতে পড়তে বাধ্য । আর সেই কারণেই দলের অন্দরে পুরোপুরি শুদ্ধিকরণের প্রক্রিয়া শুরু করতে চান মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Chairperson Mamata Banerjee) । তৃণমূল সূত্রে তেমনই খবর পাওয়া গিয়েছে ৷
ওই সূত্রের দাবি, সদ্য সমাপ্ত রাজ্য কমিটির বৈঠকে তৃণমূল নেত্রী সেই ইঙ্গিত দিয়েছেন (Mamata Banerjee hints to reshuffle in TMC Organisation) । যেভাবে দলের নেতা-নেত্রীরা সিন্ডিকেট থেকে শুরু করে নানা দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন, তাতে ক্ষুব্ধ তিনি । মমতা চান তাঁর দল মানুষের জন্য কাজ করুক । মানুষের চাওয়া পাওয়া নিয়ে আন্দোলন করুক । মানুষের কাছাকাছি থাকুক । কিন্তু বাস্তবিক ক্ষেত্রে বহু নেতা এর উল্টো কাজ করছেন ।
ওই সূত্র থেকে জানা যাচ্ছে, এবার সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতাদের তৃণমূল থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে । একই সঙ্গে স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের আগামিদিনের তুলে আনা হবে দলীয় সংগঠনে । মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছেন আগামিদিনে দলের আঞ্চলিক জেলা কমিটির নেতাদের বদলের প্রক্রিয়া শুরু হবে । কিন্তু প্রশ্ন হল, শাসকদলের বুথ ভিত্তিক রিপোর্ট দেখলে, ভোটের ফল বিচার করলে, সাফল্য প্রায় 100 শতাংশ । এই নেতাদের বদলের প্রয়োজন পড়ছে কেন ?