পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

TMC Organisational Reshuffle : এক ব্যক্তি এক পদের মতো তৃণমূলের সাংগঠনিক রদবদলও কি মাঝপথে থমকে যাবে ? - Trinamool Congress

নিচুতলা থেকে শীর্ষস্তর, তৃণমূল কংগ্রেসের বহু নেতার বিরুদ্ধে গত কয়েকমাসে একাধিক অভিযোগ উঠেছে ৷ এই পরিস্থিতিতে দলে সাংগঠনিক রদবদলের ইঙ্গিত দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Chairperson Mamata Banerjee) ৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের প্রশ্ন, এক ব্যক্তি এক পদ নীতি কার্যকর যেমন মাঝপথে থেমে গিয়েছিল, এবারও কি তার পুনরাবৃত্তি হবে (Will TMC organisational reshuffle ends resultless like one person one post initiative?)

mamata-banerjee-hints-to-reshuffle-in-tmc-organisation
TMC Organisational Reshuffle : এক ব্যক্তি এক পদের মতো তৃণমূলের সাংগঠনিক রদবদলও কি মাঝপথে থমকে যাবে ?

By

Published : May 7, 2022, 9:15 PM IST

কলকাতা, 7 মে : তৃতীয় ইনিংস এসে ক্রমেই তৃণমূল নেতা থেকে মন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগের পাহাড় তৈরি হচ্ছে । রাজনৈতিক মহলের অভিযোগ, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) বহরে বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার মধ্যে বেশকিছু বেনোজল ঢুকেছে । আর সে কারণেই প্রয়োজন শুদ্ধিকরণের ।

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, তৃণমূল সুপ্রিমো ভালোভাবেই জানেন, একটা দল যতই মানুষের জন্য কাজ করুক, বারবার সেই দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠলে এর প্রভাব দলের ভাবমূর্তিতে পড়তে বাধ্য । আর সেই কারণেই দলের অন্দরে পুরোপুরি শুদ্ধিকরণের প্রক্রিয়া শুরু করতে চান মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Chairperson Mamata Banerjee) । তৃণমূল সূত্রে তেমনই খবর পাওয়া গিয়েছে ৷

ওই সূত্রের দাবি, সদ্য সমাপ্ত রাজ্য কমিটির বৈঠকে তৃণমূল নেত্রী সেই ইঙ্গিত দিয়েছেন (Mamata Banerjee hints to reshuffle in TMC Organisation) । যেভাবে দলের নেতা-নেত্রীরা সিন্ডিকেট থেকে শুরু করে নানা দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন, তাতে ক্ষুব্ধ তিনি । মমতা চান তাঁর দল মানুষের জন্য কাজ করুক । মানুষের চাওয়া পাওয়া নিয়ে আন্দোলন করুক । মানুষের কাছাকাছি থাকুক । কিন্তু বাস্তবিক ক্ষেত্রে বহু নেতা এর উল্টো কাজ করছেন ।

ওই সূত্র থেকে জানা যাচ্ছে, এবার সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতাদের তৃণমূল থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে । একই সঙ্গে স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের আগামিদিনের তুলে আনা হবে দলীয় সংগঠনে । মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছেন আগামিদিনে দলের আঞ্চলিক জেলা কমিটির নেতাদের বদলের প্রক্রিয়া শুরু হবে । কিন্তু প্রশ্ন হল, শাসকদলের বুথ ভিত্তিক রিপোর্ট দেখলে, ভোটের ফল বিচার করলে, সাফল্য প্রায় 100 শতাংশ । এই নেতাদের বদলের প্রয়োজন পড়ছে কেন ?

এর পেছনে মূলত দু’টি কারণ দেখছে রাজনৈতিক মহল । প্রথমত, নেতাদের একটা বড় অংশের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব । অন্যদিকে, তাঁদের একটা বড় অংশের দুর্নীতি, সিন্ডিকেট-সহ বিভিন্ন অভিযোগের সঙ্গে জড়িয়ে পড়া । প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছেন, কেউ যদি অপরাধের সঙ্গে যুক্ত থাকেন, দল তাঁর পাশে থাকবে না । এ ক্ষেত্রে আইন আইনের পথে চলবে । সেই পথে চললে এই নেতাদের যে ঘাসফুলের সংগঠনে ঠাঁই হবে না, তা বলাই বাহুল্য ৷

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের এই শুদ্ধিকরণ নিয়ে অবশ্য খুব বেশি আশাবাদী নন রাজনৈতিক মহলের একাংশ । বিশিষ্ট শিক্ষাবিদ তথা রাজনৈতিক বিশ্লেষক অমল মুখোপাধ্যায় বলেছেন, ‘‘তৃণমূল কংগ্রেস যদি সত্যিই শুদ্ধিকরণের মতো কঠিন পথে হাঁটতে পারে, তাহলে বাংলায় তাদের সমর্থন আরও দৃঢ় হবে কোনও সন্দেহ নেই । তবে এই শুদ্ধিকরণ এক ব্যক্তি এক পদের মতো হবে না তো ! কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেস ঘোষণা করেছিল দলে এক ব্যক্তি এক পদ নীতি গৃহীত হবে । কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল, যখন কঠিন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হল, তখন সেই নীতির বিরোধিতা শুরু হল মমতা ঘনিষ্ঠ নেতাদের কাছ থেকেই । এবং শেষ পর্যন্ত এই নীতি থেকে সরে এল তৃণমূল কংগ্রেস ।’’

তাই রাজনৈতিক পর্যবেক্ষকদের প্রশ্ন, বর্তমানে তৃণমূলের সংগঠনে যে রদবদলের কথা বলা হচ্ছে, তাতে যতই শুদ্ধিকরণের কথা বলা হোক বাস্তবিক ক্ষেত্রেও একই অবস্থা হবে না তো তৃণমূলের !

আরও পড়ুন :Mamata Banerjee Criticises Amit Shah : বাংলাকে কালিমালিপ্ত করতে চক্রান্ত চলছে, শাহকে নিশানা মমতার

ABOUT THE AUTHOR

...view details