কলকাতা, 15 জানুয়ারি : 2021-এর বিধানসভা নির্বাচনের সাফল্যের পর তৃণমূল কংগ্রেসের অন্দরে গুরুত্ব বেড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ তাঁকে যুব তৃণমূলের সভাপতির পদ থেকে প্রোমোশন দিয়ে জাতীয় সাধারণ সম্পাদক (TMC National General Secretary Abhishek Banerjee) করা হয়েছে ৷ খাতায় কলমে না হলেও তিনিই এখন তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেপুটি ৷
কিন্তু তার পরও তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ প্রকাশ্যেই এই নিয়ে তোপ দেগেছেন শ্রীরামপুরের সাংসদ তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ ঠিক এই পরিস্থিতিতেই শোনা যাচ্ছে যে তৃণমূলের সংগঠনে মমতার ডেপুটি (TMC May Create a post of Mamata Banerjee Deputy) হিসেবে একটি পদ তৈরি হচ্ছে ৷ স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে, অভিষেকের জন্যই কি ওই পদ তৈরি করা হচ্ছে ?
এখানে উল্লেখ করা প্রয়োজন, গত নভেম্বরে কালীঘাটে মমতার বাড়িতে তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠক (TMC Working Committee Meeting) হয়েছিল ৷ সেই বৈঠক থেকে বেরিয়ে দলের এক সাংসদ জানিয়েছিলেন যে তৃণমূল এবার জাতীয়স্তরে সংগঠন বৃদ্ধির চেষ্টা করছে ৷ সেই লক্ষ্যকে সামনে রেখে এবার দলের সংবিধানে বদল করা হবে ৷
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, তৃণমূল কংগ্রেসের সেই সংবিধান বদলের প্রক্রিয়া শুরু হয়েছে (TMC Changing its Party Constitution) ৷ সেই বদলের খসড়া তৈরি করছে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক ৷ সেই খসড়া অনুযায়ী, চেয়ারপার্সন পদে কোনও নতুন নিয়ম আসছে না ৷ মমতা বন্দ্যোপাধ্যায় যেমন চেয়ারপার্সন (TMC Chairperson Mamata Banerjee) আছেন, তেমনই থাকতে পারবেন আজীবন ৷ কিন্তু তাঁর প্রশাসনিক কাজকর্ম ও অন্যান্য ব্যস্ততার কারণে দলের সাংগঠনিক বিষয় সামলানোর জন্য তৈরি করা হচ্ছে জাতীয় কার্যনির্বাহী সভাপতি পদ (TMC May Include National Working President in Party) ৷ যিনি পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়ে আসবেন ৷