পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

TMC-IPac Collaboration : আইপ্যাক ও তৃণমূলের সম্পর্কের কি শেষের শুরু, তালিকা বিভ্রাটে বাড়ছে জল্পনা - Mamata Banerjee

2019-এর লোকসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের সঙ্গে কাজ শুরু করে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক ৷ কিন্তু সেই সম্পর্কের কি শেষের শুরু হয়েছে, ক্ষোভ-বিক্ষোভে জল্পনা বাড়ছে (will tmc and ipac collaboration going towards end) ৷

will-tmc-and-ipac-collaboration-going-towards-end
TMC-IPac Collaboration : আইপ্যাক ও তৃণমূলের সম্পর্কের কি শেষের শুরু, ক্ষোভ-বিক্ষোভে জল্পনা বাড়ছে

By

Published : Feb 7, 2022, 4:24 PM IST

কলকাতা, 7 ফেব্রুয়ারি :2019-এর লোকসভা নির্বাচনের পর শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে কাজ শুরু করে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক (TMC-IPac Collaboration) ৷ সেই ’জোট’ কি এবার ভাঙতে চলেছে ? পৌরভোটের প্রার্থীতালিকা প্রকাশের পর তৃণমূলের অন্দরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার প্রেক্ষাপটে আচমকাই এই প্রশ্ন জোরালোভাবে উঠতে শুরু করেছে (TMC Workers Agitation on Civic Polls Candidate List) ৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলের একটি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্যরা পৌরভোটের জন্য যে প্রার্থীতালিকা প্রকাশ করেছিলেন, তার সঙ্গে ওয়েবসাইটে প্রকাশিত প্রার্থী তালিকার মিল না থাকা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার পুরো দায় ভোট কুশলী সংস্থা আইপ্যাকের ঘাড়ে চাপিয়েছে তৃণমূলের একাংশ ৷ আর এর জেরেই আইপ্যাক ও তৃণমূল কংগ্রেসের মধ্যে ফাটল চওড়া হতে শুরু করেছে ।

সূত্রের খবর, 107টি পৌরসভার প্রার্থী তালিকা নিয়ে আইপ্যাকের উপর ক্ষুব্ধ তৃণমূলের শীর্ষ নেতৃত্বের একাংশ । অন্যদিকে আবার আইপ্যাক ক্ষুব্ধ কিভাবে নির্দিষ্ট নীতি ঘোষণা করেও সেই নীতির বাইরে গিয়ে প্রার্থী মনোনয়ন দেওয়া হচ্ছে, তা নিয়ে । গত দু’-তিন দিন ধরে প্রার্থীতালিকা ঘিরে যে বিক্ষোভ হচ্ছে ৷ আর যেভাবে বারবার আইপ্যাকের দিকে আঙুল উঠছে, তাতে তাদের ভাবমূর্তি খারাপ হচ্ছে বলে ওই সংস্থা মনে করছে । এই পরিস্থিতিতে তৃণমূল ও আইপ্যাকের মধ্যে সম্পর্ক কি ছিন্ন হবে, আপাতত এই প্রশ্নই জোরালো হয়ে উঠছে ৷

যদিও রাজনৈতিক মহলের একাংশ তা মানতে নারাজ । তারা মনে করছে, এই মুহূর্তে তৃণমূল দ্বিধাবিভক্ত । একটা সময় মূল বনাম যুব তৃণমূলের যে দ্বন্দ্ব ছিল, তাই এখন প্রকট হচ্ছে আদি এবং নব্য তৃণমূল । অভিষেক (Abhishek Banerjee) অনুগামী তৃণমূলের একাংশকে এবারের তালিকায় বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে । পার্থ চট্টোপাধ্যায় বা সুব্রত বক্সীর তৈরি তালিকায় গুরুত্ব দেওয়া হয়েছে পুরনোদের নাম । তাই এই দ্বন্দ্বে মাঝখানে চক্ষুশূল হচ্ছে আইপ্যাকের মতো সংস্থা ।

সূত্রের খবর, এই ঘটনায় বিরক্ত প্রশান্ত কিশোর । যেভাবে দলের শীর্ষস্তরের নেতা ফিরহাদ হাকিম পাসওয়ার্ড বিতর্ক তুলে আইপ্যাকের দিকে আঙ্গুল তুলেছেন, যেভাবে পার্থ চট্টোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরের ফোনালাপের বিষয়টি সংবাদমাধ্যমে চলে এসেছে, সেটাকে আর ভালভাবে নিচ্ছেন না ভোট কুশলী সংস্থার কর্ণধার ।

যদিও তিনি সংবাদমাধ্যমে এখনই এই নিয়ে কিছু বলেননি । তবে শোনা যাচ্ছে ঘনিষ্ঠমহলে নাকি তিনি বলেছেন, বাংলা, ত্রিপুরা আর মেঘালয়ের দায়িত্ব নিয়ে তিনি কাজ করতে চান না । তৃণমূলের তরফ থেকেও এর সত্যতা নিয়ে কোনও মন্তব্য করা হয়নি । তবে এটা বাস্তব, কলকাতার পৌরভোট থেকে আইপ্যাকের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছিল, এখন তা আরও বৃদ্ধি পেয়েছে । ফলে আগামিদিনে তৃণমূল ও আইপ্যাকের সম্পর্ক ছেদ হলে, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ।

আরও পড়ুন :TMC 21 July : পিকে-অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ মমতা দিলেন আগামীর তৃণমূল গড়ার আহ্বান

ABOUT THE AUTHOR

...view details