কলকাতা, 7 ফেব্রুয়ারি :2019-এর লোকসভা নির্বাচনের পর শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে কাজ শুরু করে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক (TMC-IPac Collaboration) ৷ সেই ’জোট’ কি এবার ভাঙতে চলেছে ? পৌরভোটের প্রার্থীতালিকা প্রকাশের পর তৃণমূলের অন্দরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার প্রেক্ষাপটে আচমকাই এই প্রশ্ন জোরালোভাবে উঠতে শুরু করেছে (TMC Workers Agitation on Civic Polls Candidate List) ৷
মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলের একটি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্যরা পৌরভোটের জন্য যে প্রার্থীতালিকা প্রকাশ করেছিলেন, তার সঙ্গে ওয়েবসাইটে প্রকাশিত প্রার্থী তালিকার মিল না থাকা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার পুরো দায় ভোট কুশলী সংস্থা আইপ্যাকের ঘাড়ে চাপিয়েছে তৃণমূলের একাংশ ৷ আর এর জেরেই আইপ্যাক ও তৃণমূল কংগ্রেসের মধ্যে ফাটল চওড়া হতে শুরু করেছে ।
সূত্রের খবর, 107টি পৌরসভার প্রার্থী তালিকা নিয়ে আইপ্যাকের উপর ক্ষুব্ধ তৃণমূলের শীর্ষ নেতৃত্বের একাংশ । অন্যদিকে আবার আইপ্যাক ক্ষুব্ধ কিভাবে নির্দিষ্ট নীতি ঘোষণা করেও সেই নীতির বাইরে গিয়ে প্রার্থী মনোনয়ন দেওয়া হচ্ছে, তা নিয়ে । গত দু’-তিন দিন ধরে প্রার্থীতালিকা ঘিরে যে বিক্ষোভ হচ্ছে ৷ আর যেভাবে বারবার আইপ্যাকের দিকে আঙুল উঠছে, তাতে তাদের ভাবমূর্তি খারাপ হচ্ছে বলে ওই সংস্থা মনে করছে । এই পরিস্থিতিতে তৃণমূল ও আইপ্যাকের মধ্যে সম্পর্ক কি ছিন্ন হবে, আপাতত এই প্রশ্নই জোরালো হয়ে উঠছে ৷