পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Summer Vacation: বেসরকারি স্কুলে এখনই বাড়ছে না গরমের ছুটি - গরমের ছুটি

সরকারি স্কুলের মতো বেসরকারি স্কুলে এখনই বাড়ছে না গরমের ছুটি (Summer Vacation) ৷ অভ্যন্তরীণ বৈঠকের পরেই এই নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ ৷

summer vacation in private schools
Summer Vacation

By

Published : Jun 13, 2022, 4:42 PM IST

কলকাতা, 13 জুন : সরকারি স্কুলগুলিতে আবারও বাড়ল গরমের ছুটি । আজ স্কুল শিক্ষা দফতর থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । এখনই খুলছে না রাজ্যের সরকারি স্কুল । সরকারি বিজ্ঞপ্তি অনুসারে আরও 10 দিন বাড়ানো হল গ্রীষ্মের ছুটি । আগে স্কুলগুলি খোলার কথা ছিল 16 জুন । এ বার স্কুল খুলবে 27 জুন থেকে ।

এর আগে প্রচণ্ড গরম ও তাপপ্রবাহ থেকে পড়ুয়াদের বাঁচাতে রাজ্য সরকারের তরফে 2 মে থেকে গরমের ছুটি পড়ার নির্দেশিকা জারি হয় । গরমের ছুটি ঘোষণা হওয়া সত্ত্বেও বেসরকারি স্কুলগুলি অফলাইনেই চালাচ্ছিল পঠনপাঠন । তারা তাদের ছুটির তালিকা মেনেই গরমের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল । তবে তখন তা নিয়ে জটিলতা দেখা দেয় । বিকাশ ভবনে বেসরকারি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে একটি বৈঠক করে রাজ্য শিক্ষা দফতর । আর তারপরেই বেসরকারি স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয় ।

তবে আজকের নির্দেশিকা মেনে বেসরকারি স্কুলগুলো নিজেদের গরমের ছুটি বাড়বে কি না, তা নিয়ে বেশিরভাগ স্কুল এখনও কোনও সিদ্ধান্তে উপনীত হয়নি (summer vacation in private schools)। সাউথ পয়েন্ট স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণ দামানি বলেন, "এই বিষয়টি নিয়ে আজ আমরা একটি বৈঠকে বসব । আশা করছি আজ সন্ধ্যার মধ্যে একটি সিদ্ধান্তে আসতে পারব । তারপরেই ছাত্রছাত্রী ও অভিভাবকদের জানিয়ে দেওয়া হবে ।" যদিও সাউথ পয়েন্টের ক্ষেত্রে নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত 15 জুন স্কুল খোলার কথা ছিল এবং ষষ্ঠ শ্রেণি থেকে বাকিদের 27 জুন খোলার কথা । ছোট ক্লাস থেকে পঞ্চম শ্রেণির ক্ষেত্রে ছুটি বাড়িয়ে অনলাইনেই পঠনপাঠন হবে, নাকি নির্ধারিত দিনেই স্কুল খুলবে, সেই বিষয় সিদ্ধান্ত নেওয়া হবে ।

পাশাপাশি লা মার্টিনিয়ার স্কুলের তরফে সুপ্রিয় ধর বলেন, "পূর্ব নির্ধারিত তারিখেই অর্থাৎ আগামীকাল থেকেই খুলছে আমাদের স্কুল । আজকের বিজ্ঞপ্তি যেহেতু বেসরকারি স্কুলের ক্ষেত্রে চালু হচ্ছে না, তাই আমরা স্কুলের ছুটি এখনই বাড়াবো না । তবে পরে যদি প্রয়োজন হয় নিশ্চয়ই বিষয়টি আমরা ভেবে দেখব ।" দিল্লি পাবলিক স্কুল রুবি পার্ক-এর প্রিন্সিপাল জয়তী চৌধুরী বলেন, "আমাদের স্কুল আগামী 16 তারিখ অফলাইনে খোলার কথা ছিল । আজ আবার নতুন এই নির্দেশিকা এসেছে । তাই স্কুল কর্তৃপক্ষ পুরো বিষয়টি বিবেচনা করে বুধবার অর্থাৎ 15 জুন অভিভাবক এবং ছাত্রছাত্রীদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ।" তিনি জানান, আজ থেকেই সমস্ত ক্লাসের অনলাইনে পঠনপাঠন শুরু করেছে স্কুল কর্তৃপক্ষ ।

আরও পড়ুন :Summer Vacation Extended: কমেনি তাপমাত্রার পারদ, তাই আরও বাড়ল গরমের ছুটি

গার্ডেন হাই স্কুলের কর্তৃপক্ষের তরফে সঞ্জয় দাস বলেন, "আজই আমরা এই নির্দেশের কপি পেলাম ৷ তাই স্কুল কর্তৃপক্ষের তরফে বিষয়টি নিয়ে একটি অভ্যন্তরীণ বৈঠক করা হবে ৷ তারপরে আমরা আমাদের সিদ্ধান্ত অভিভাবকদের জানিয়ে দেব ।" যদিও গার্ডেন হাই স্কুলে নার্সারি ওয়ান থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বুধবার অর্থাৎ 15 জুন খোলার কথা রয়েছে (will private schools abide by the summer vacation notification)।

ABOUT THE AUTHOR

...view details