কলকাতা, 7 ফেব্রুয়ারি : কলকাতায় এসে রবিবার কেন্দ্রীয় অসামরিক পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া অভিযোগ করেছিলেন, কলকাতায় নতুন বিমানবন্দর তৈরির জন্য জমি দিচ্ছে না রাজ্য, আটকে রয়েছে প্রকল্পের কাজ ৷ রাজ্যের গড়িমসিতেই রাজ্যে বিমানবন্দর তৈরি ও সংস্কারের কাজ আটকে রয়েছে বলে অভিযোগ করেছিলেন তিনি ৷ সোমবার তাঁর জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Speaks on Land Acquisition) ৷ এদিন লখনউ যাওয়ার আগে দমদম বিমানবন্দরে তিনি বলেন, "কলকাতায় নতুন বিমানবন্দর তৈরির জন্য এক হাজার একর জমির প্রয়োজন ৷ বুলডোজ করে জমি নেব নাকি? পারব না ৷ জমি খুঁজতে সময় লাগে ৷ জোর করে জমি দখল করব না, এটা আমাদের নীতি নয় ৷ সিঙ্গুর-নন্দীগ্রাম হতে দেব না ৷ "
বিষয়টি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে রাজনীতির অভিযোগও তুলেছেন মমতা ৷ বলেছেন, "কেন্দ্রীয় মন্ত্রীর এই নিয়ে রাজনীতি করা উচিত না ৷ আমরা জমি খুঁজছি, সময় লাগবে ৷ কেন্দ্র আমাদের হাজার একর জমি দিক না ৷" কলকাতায় নতুন বিমানবন্দর করতে এখনও 10-15 বছর সময় আছে বলেও এদিন মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ৷ বলেছেন, "কৃষকদের মেরে জমি নেব না ৷"