পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata Banerjee: ফরিদাবাদের সম্মেলনে কি অমিত শাহের মুখোমুখি মমতা, বাড়ছে জল্পনা - Mamata Banerjee and Amit Shah Meeting

কেন্দ্রের ডাকে ফরিদাবাদে চলতি মাসেই বসতে চলেছে দেশের বিভিন্ন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের চিন্তন শিবির ৷ এই সম্মেলনে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)৷ সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন কি না তা নিয়ে জল্পনা বাড়ছে (WB CM Mamata Banerjee) ৷

ETV Bharat
mamata banerjee amit shah

By

Published : Oct 16, 2022, 8:50 PM IST

কলকাতা, 16 অক্টোবর: ফারিদাবাদে কি অমিত শাহের মুখোমুখি হবেন মমতা বন্দ্যোপাধ্যায় ! এমনিতে বর্তমানে কেন্দ্র-রাজ্য সম্পর্ক প্রায় অহি-নকুল বলা যায় । কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার বহু অভিযোগ শোনা যায় রাজ্যের মুখে ৷ এমনও হয়েছে কেন্দ্রের ডাকা বহু বৈঠক এড়িয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee) ৷ এবারও কি কেন্দ্রের ডাকা সম্মেলনে যোগ না-দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক এড়িয়ে যাবেন মমতা, সেই প্রশ্ন উঠছে ৷

দেশের সমস্ত রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের নিয়ে আগামী 27 এবং 28 অক্টোবর চিন্তন শিবির বসছে হরিয়ানায় (Home Ministers Summit at Faridabad) । হরিয়ানার ফরিদাবাদ সূরজকুণ্ডে এই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) । রাজনৈতিক মহলের প্রশ্ন, এই বৈঠকে আদৌ কি যোগ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? নাকি শাহী সংঘাতের আবহ বজায় রেখে এই বৈঠক থেকেও দূরত্ব বজায় রাখবেন তিনি ।

আরও পড়ুন: গৃহহীন নির্মাণ শ্রমিকদের বিনা খরচে ঘর দেবে রাজ্য সরকার, বড় সিদ্ধান্ত নবান্নের

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, গত 30 সেপ্টেম্বর এই বিষয়ে নবান্নকে চিঠি পাঠায় কেন্দ্র ৷ সেখানে পশ্চিমবঙ্গ ছাড়াও প্রতিটি রাজ্যের স্বরাষ্ট্রসচিব ও ডিজিদের আমন্ত্রণ জানানো হয়েছে । একইভাবে এই চিন্তন শিবিরে আমন্ত্রিত হয়েছেন এ রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং ডিজি । দু’দিন ধরে সাতটি পর্বে হবে এই চিন্তন শিবির ৷ সম্মেলনের শুরুতে ও শেষে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ প্রত্যেক পর্বে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে চার রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের। এই সম্মেলনে সাত-আটটি রাজ্য নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে প্রেজেন্টেশন দেবে বলে খবর । তবে কোন কোন বিষয়ে কোন কোন রাজ্য প্রেজেন্টেশন দেবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি । এমনকি আমিত শাহের সঙ্গে আলোচনাও হতে পারে বিভিন্ন রাজ্যের মন্ত্রীদের ৷

এই বৈঠকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে জল্পনা এখন তুঙ্গে । রাজ্য প্রশাসনের সদর দফতর সূত্রে জানা গিয়েছে, পুজোর ছুটি শুরুর দিনই অর্থাৎ, 30 সেপ্টেম্বর নয়া দিল্লির নর্থ ব্লক থেকে নবান্নে এই চিঠি আসে । তবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে যোগ দেবেন কি না, তা এখনও নিশ্চিত করে বলতে পারছেন না নবান্নের শীর্ষ কর্তারাও । পুলিশের আধুনিকীকরণ, অভ্যন্তরীণ নিরাপত্তা, কারা (জেল) সংক্রান্ত, অগ্নি নির্বাপণ ব্যবস্থা, বিভিন্ন ধরনের সম্পত্তি রক্ষা করা-ইত্যাদি একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ অমিত শাহ বিভিন্ন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সরাসরি কথাও বলতে পারেন ৷ এখন প্রশ্ন রাজ্য সরকার বা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সুযোগ নিয়ে বৈঠকে যোগ দেবেন কি না (Mamata Banerjee and Amit Shah Meeting) ৷

ABOUT THE AUTHOR

...view details