কলকাতা, 26 জুলাই : সোমবার সন্ধ্যায় নয়াদিল্লিতে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ থাকবেন কয়েকদিন ৷ তৃতীয়বার বাংলার মসনদ দখল করার পর এই প্রথম তিনি পৌঁছলেন দেশের রাজধানীতে ৷
এবার অবশ্য তাঁকে দ্বৈত ভূমিকায় দেখা যাবে ৷ একদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ramnath Kovind) সঙ্গে ৷ আবার তৃণমূলের (Trinamool Congress) চেয়ারপার্সন হিসেবে বিজেপি (BJP) বিরোধী দলগুলির নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেও বসবেন ৷
আরও পড়ুন :Pegasus Spyware : পেগাসাস কাণ্ডে রাজ্যের তদন্তে স্বাগত কংগ্রেসের, কটাক্ষ বাম-বিজেপির
2021-এর বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) পশ্চিমবঙ্গে কার্যত মমতা ও মোদির ডুয়েল হয়েছে ৷ সেই লড়াইয়ে জিতেছেন মমতা ৷ ফলে জাতীয়স্তরে মোদি-বিরোধী হিসেবে মমতার গ্রহণযোগ্যতা অনেকটাই বেড়েছে ৷ আর সেটাকেই পুঁজি করে মোদি-বিরোধীদের একজোট করার প্রক্রিয়া শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো ৷
তাঁর লক্ষ্য যে 2024-এর লোকসভা নির্বাচন (Loksabha Election), তাও সাম্প্রতিক শহিদ দিবসের মঞ্চ থেকে অকপটে জানিয়েছেন মমতা ৷ নিজস্ব স্বার্থ ভুলে মোদি ও বিজেপিকে হারাতে এক হওয়ার বার্তাও দিয়েছেন তিনি ৷ জোট প্রক্রিয়ার সলতে পাকানোর কাজ অনেকটা এগিয়ে রাখতেই তাঁর এই দিল্লি সফর বলে মনে করছে রাজনৈতিক মহল ৷
আরও পড়ুন :Mamata Banerjee: দিল্লি যাওয়ার আগে কেন্দ্রীয় বকেয়ার হিসেব মন্ত্রীদের থেকে নিলেন মমতা
কিন্তু তাঁর এই উদ্যোগ কি সফল হবে ? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এখনও দ্বিধায় পলিটিক্যাল পণ্ডিতেরা ৷ কারণ, এর আগে দু’বার প্রবল পরাক্রমশালী বিরোধীর বিপক্ষে মহাজোট গড়ার প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ তাই এবার কি সেই অধরা সাফল্য আসবে ? আপাতত এই প্রশ্নই ঘোরাফেরা করছে কলকাতা ও নয়াদিল্লির রাজনৈতিক মহলে ৷
রাজ্য রাজনীতি নিয়ে যাঁরা ওয়াকিবহাল, তাঁরা বলছেন যে মমতার প্রথম মহাজোট গঠনের প্রয়াস ছিল 2001 সালের বিধানসভা নির্বাচনের আগে ৷ তখন মমতার তৈরি তৃণমূল কংগ্রেসের বয়স মাত্র তিন ৷ সেবার সিপিএমের (CPIM) নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকারকে হারাতে মমতা ‘এবার, নয় নেভার’-এর ডাক দিয়েছিলেন ৷
আরও পড়ুন :Pegasus-Nabanna : কমিশন গড়ে আড়িপাতার তদন্ত করবে নবান্ন