পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Kailash Vijayvargiya: পর্যবেক্ষক কৈলাসের বিদায় কি আসন্ন বঙ্গ বিজেপি থেকে ? - 2021 এর বিধানসভা নির্বাচনে

গত কয়েক বছর ধরে বঙ্গ বিজেপির পর্যবেক্ষক হিসেবে কাজ করছেন মধ্যপ্রদেশের নেতা কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) ৷ 2021-এর বিধানসভা নির্বাচনের (Bengal Assembly Elections 2021) পর তাঁকে আর দেখা যায়নি ৷ এবার সম্ভবত তাঁকে বদলে দেওয়া হবে ৷ গেরুয়া শিবির সূত্রে এমনই খবর মিলেছে ৷

will bjp remove Kailash Vijayvargiya from bengal Obsever post
Kailash Vijayvargiya: পর্যবেক্ষক কৈলাসের বিদায় কি আসন্ন বঙ্গ বিজেপি থেকে?

By

Published : Jul 25, 2022, 9:02 PM IST

কলকাতা, 25 জুলাই : 2021-এর বিধানসভা নির্বাচনে (Bengal Assembly Elections 2021) প্রত্যাশিত ফল করতে পারেনি বিজেপি (BJP) ৷ তার পর থেকে একের পর এক উপ-নির্বাচন ও পৌরভোটে ভরাডুবি হয়েছে গেরুয়া শিবির ৷ তাই সময় যত এগিয়েছে, ততই বিজেপির অন্দরে মাথাচাড়া দিয়েছে বিদ্রোহ ৷ আর প্রকাশ্যেই হারের কারণ নিয়ে হয়েছে কাটাছেঁড়া ৷ আর সেই ‘ময়নাতদন্তে’ বারবার উঠে এসেছে কৈলাস বিজয়বর্গীয়র (Kailash Vijayvargiya) নাম ৷ যিনি বঙ্গ বিজেপির পর্যবেক্ষক হিসেবে কাজ করেছেন ৷

21-এর 2 মে-র পর থেকে তাঁকে আর দেখা যায়নি বাংলায় ৷ বারবার তাঁকে সরানোর দাবি উঠেছে গেরুয়া শিবিরের অন্দরমহল থেকে ৷ বিজেপি সূত্রে খবর, সেই প্রক্রিয়া শুরু হতে আর বেশি বাকি নেই ৷ খুব শিগগিরই তাঁকে সরিয়ে দেওয়া হবে বঙ্গ বিজেপির পর্যবেক্ষক পদ থেকে ৷

কিন্তু প্রশ্ন উঠছে, তাঁকে সরানো হলে কাকে দায়িত্ব দেওয়া হবে বঙ্গ বিজেপির পর্যবেক্ষকের পদে ? গেরুয়া শিবির সূত্রে খবর, বেশ কয়েকটি নাম নিয়ে আলোচনা চলছে ৷ তবে এগিয়ে আছেন সুনীল দেওধর (Sunil Deodhar) ৷ আরএসএস থেকে উঠে আসা এই নেতাকেই দায়িত্ব দেওয়া হতে পারে বলে খবর ৷

স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে কেন সুনীল দেওধরের নাম আলোচনায় বেশি উঠে আসছে ? বিজেপি সূত্রে খবর, সুনীল দেওধর ত্রিপুরার দায়িত্বে ছিলেন ৷ তাঁর সময়েই বাম জমানার অবসান ঘটিয়ে ত্রিপুরায় (Tripura) ক্ষমতায় আসে বিজেপি ৷ এই দায়িত্ব সামলানোর সময় বাংলাও শিখেছিলেন মারাঠি এই বিজেপি নেতা ৷ তাই বাংলায় কাজ করতে তাঁর কোনও অসুবিধা হবে না ৷ বঙ্গ বিজেপির নেতারাও কয়েকমাস আগে তাঁকে পর্যবেক্ষক চান বলেও দিল্লির নেতাদের কাছে দরবার করেছিলেন ৷ গেরুয়া শিবিরের একটি সূত্রের দাবি, অসম, ওড়িশা, ঝাড়খণ্ড ও ছত্তিশগড় থেকেও কোনও নেতাকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হতেও পারে ৷

এদিকে কৈলাস বাংলায় না এলেও আপাতত সহ-পর্যবেক্ষক অমিত মালব্য (Amit Malviya) পুরোটা সামলাচ্ছেন ৷ ফলে শেষ পর্যন্ত কাকে এই দায়িত্ব দেওয়া হবে, নাকি কৈলাসকেই রেখে দেওয়া হবে, এই প্রশ্নের উত্তর বিজেপির দিল্লির নেতারাই জানেন ৷ ফলে যতক্ষণ না ঘোষণা হচ্ছে, ততক্ষণ এই নিয়ে বিজেপির কোনও নেতাই মুখ খুলতে নারাজ ৷

আরও পড়ুন :Suvendu Adhikari Attacked: "প্রতারিতদের চোখের জল বৃথা যাবে না",পার্থর গ্রেফতারি নিয়ে দাবি শুভেন্দুর

ABOUT THE AUTHOR

...view details