কলকাতা, 22 ডিসেম্বর : ফের বিজেপির উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়লেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। মঙ্গলবার তিনি চ্যালেঞ্জ জানিয়ে বলেন, বিজেপি যদি 200 আসন না পায়, তাহলে তাদের নেতারা পার্টি ছেড়ে দেবে তা প্রকাশ্যে জানাক।
এর আগে সোমবার সোশাল মিডিয়ায় বিজেপির উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন পিকে। দাবি করেছিলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে দুই অঙ্কের ঘর পার করতেই সমস্যায় পড়বে বিজেপি। আর তাঁর এই পূর্বাভাস যদি না মেলে তিনি এখান থেকে চলে যাবেন।
যা নিয়ে সোমবার দিনভর বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে রাজনৈতিক তরজাও চলেছে। পিকে-র মন্তব্যের পালটা হিসেবে টুইট করেছিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি লেখেন, "বাংলায় বিজেপির জন্য যে সুনামি চলছে, সরকার তৈরি হওয়ার পর এই দেশকে একজন নির্বাচনী রণনীতি নির্ধারককে হারাতে হবে।"
মঙ্গলবার সেই মন্তব্যের প্রক্রিয়া সংবাদসংস্থাকে দিয়েছেন প্রশান্ত কিশোর। বলেছেন, "বিজেপি দুই অঙ্কের ঘর পার করতে সমস্যায় পড়বে। তারা 100-রও কম আসন পাবে। আর তা না হলে আমি আমার কাজ ছেড়ে দেব।"
যদিও বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সাম্প্রতিক বঙ্গ সফরে দাবি করে গিয়েছেন যে আগামী নির্বাচনে বিজেপি 200টি আসনে জয় পাবে। বিজেপির কোনও কোনও নেতা দাবি করছেন যে তৃণমূলের বিধায়ক সংখ্যা এবার 100-র নিচে নেমে যাবে।
আরও পড়ুন:বাংলায় বিজেপি দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারবে না, দাবি প্রশান্ত কিশোরের
এদিকে প্রশান্ত কিশোর গত কয়েক মাস ধরে রাজ্য রাজনীতিতে চর্চায় রয়েছেন। প্রশান্ত কিশোরকে নিয়োগ করায় তৃণমূল রাজনৈতিক দল থেকে একটা কম্পানি হয়ে গিয়েছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু। একই কথা তৃণমূলের অনেক নেতার মুখে শোনা গিয়েছে। এই পরিস্থিতিতে একজন পেশাদার ভোট কৌশলী হিসেবে কেন বিজেপিকে রাজনৈতিক আক্রমণ করছেন পিকে, উঠছে সেই প্রশ্নও।