কলকাতা, 2 নভেম্বর : ঠিক ছ’মাস আগে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছিল ৷ সেই ফলাফল বিজেপির কাছে আশানুরূপ ছিল না ৷ কিন্তু 2 মে’র ঠিক ছ’মাস পর 2 নভেম্বর চার আসনের উপ-নির্বাচনের যে ফল সামনে এল, তাকে বিজেপির ভয়ঙ্কর ভরাডুবি বলে যেতেই পারে ৷
রাজনৈতিক ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, এই ধরনের ভরাডুবি যখনই কোনও দলে হয়, তখনই প্রকাশ্যে আসতে শুরু করে গোষ্ঠী-কোন্দল ৷ নেতাদের অনুগামীদের মধ্যে শুরু হয়ে যায় কাদা ছোড়াছুড়ি ৷ যেমনটা আজ, মঙ্গলবার শুরু হয়েছে বিজেপির অন্দরে ৷
আরও পড়ুন :BJP Bye-Election PC : জনমানসের প্রকৃত ফল কি, লজ্জার হারের পর প্রশ্ন বিজেপির
সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কর্মী ও সমর্থক এই হারের দায় রাজ্য নেতৃত্বের ঘাড়েই চাপাচ্ছেন ৷ সেই ক্ষোভের আগুনে ইন্ধন দিতে দেখা গেল দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্ষীয়ান নেতা তথাগত রায় তো সরাসরি দিলীপ ঘোষের দিকে আঙুল তুলেছেন ৷ বিজেপির টুইট তো তিনি রিটুইট করেছেন ৷ পাশাপাশি বিজেপির অন্য কর্মীদের টুইটও রিটুইট করে প্রশ্ন তুলতে শুরু করেছেন ৷
এমনকী এক কর্মী ‘দালালদের মহারাজ’ লিখে তথাগত রায়কে ট্যাগ করে একটি টুইট করেন ৷ যেখানে একটি ছবিতে রাজীব বন্দ্যোপাধ্যায় ও দিলীপ ঘোষকে দেখা যাচ্ছে ৷ সেই টুইটটিও রিটুইট করেছেন তথাগত রায় ৷ প্রশ্ন উঠছে, তিনি কি দিলীপের দিকেই ইঙ্গিত করলেন আবার ?