পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Bhabanipur Bye Election : মমতার দিল্লি যাত্রা অবশ্যম্ভাবী হলে তিন বছর পর ফের উপনির্বাচন ভবানীপুরে - Mamata Banerjee

মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী পদে বহাল রাখতে দু’টি উপনির্বাচনে ভোট দিলেন ভবানীপুরবাসী ৷ তিন বছর পর 2024-এ কি তাঁদের আবার ভোটের লাইনে দাঁড়াতে হবে ?

will bhabanipur going to witnessed another by poll within next three year
Bhabanipur By Election : ভবানীপুর কি তিন বছর পর আরও একটি উপ-নির্বাচনের সাক্ষী হবে ?

By

Published : Oct 3, 2021, 6:55 PM IST

কলকাতা, 3 অক্টোবর : দশ বছরের ব্যবধানে দু’টি উপনির্বাচন (By Election) দেখল ভবানীপুর (Bhabanipur) ৷ দু’টিকেই এলাকার ভোটাররা মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতালেন, তাঁকে মুখ্যমন্ত্রী পদে বহাল রাখার জন্য ৷ সেই ভবানীপুরে কি আবার উপনির্বাচন হবে ?

রবিবার ফল ঘোষণার পর নানা আলোচনার মধ্যে উঠে আসছে এই জল্পনাও ৷ কারণ, এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) জাতীয় রাজনীতিতে আরও অনেকটা মাইলেজ দিল ৷ আগামিদিনে তিনি আরও বেশি করে বিজেপি (BJP) বিরোধিতায় সরব হবেন ৷ জাতীয়স্তরে তাঁর দলও আরও বেশি করে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে ৷

আরও পড়ুন :Mamata Banerjee : 2011-র রেকর্ড ভেঙে ভবানীপুরে জয়ের হ্যাটট্রিক মমতার

গত মে মাসে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal Assembly Election Result) প্রকাশের পর জাতীয়স্তরে মোদি-বিরোধী মুখ হিসেবে মমতার গ্রহণযোগ্যতা বেড়েছে ৷ গত কয়েকমাসে কার্যত তাঁকে ঘিরেই বিরোধী জোট দানা বাঁধতে শুরু করেছে ৷ আর এই জোটের সাফল্য যদি আসে, সেক্ষেত্রে মমতাই প্রধানমন্ত্রী (Prime Minister) পদের সবচেয়ে বড় দাবিদার হবেন ৷

তেমনটা হলে বাংলার মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে হবে মমতাকে ৷ দলের অন্য কাউকে সেই দায়িত্ব সঁপে দিতে হবে ৷ ছাড়তে হবে তাঁর সাধের ভবানীপুর আসনটিকেও ৷ কারণ, সাংসদ না হলে প্রধানমন্ত্রী পদে থাকবেন কী করে !

আরও পড়ুন :Mamata Banerjee : ভবানীপুরে জিতে ভারতের পথে আরও একধাপ মমতার

ফলে ভবানীপুরে তখন ফের উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে উঠবে ৷ শুধুমাত্র জয়ী প্রার্থীদের পদত্যাগের জন্য তিন বছরের মধ্যে একই কেন্দ্রে নির্বাচনের সেই ঘটনা ঘটলে, তা যে নজিরবিহীন হবে, তা বলাই যায় ৷

যদিও এই নিয়ে এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছতে চায় না তৃণমূল ৷ দলের বিধায়ক তাপস রায়ের কথায়, ‘‘ইটস টু আর্লি টু সে ৷ এখনও গঙ্গা দিয়ে অনেক জল বয়ে যাবে ৷’’

আরও পড়ুন :Adhir Ranjan Chowdhury : নির্বাচনে লড়ার জন্য সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থীকে ধন্যবাদ অধীরের

আর সত্যিই যদি এমন পরিস্থিতি তৈরি হয় ? তাহলে তৃণমূলের কর্মীরা উভয় সংকটে পড়বেন বলে মনে করছেন তাপস ৷ তিনি বললেন, ‘‘দিদিকে কেউ হাতছাড়া করতে চায় না ৷ একই ভাবে জাতীয় প্রয়োজনে দিদি আটকে রাখতেও কেউ চায় না রাজ্যের চৌহদ্দিতে ৷’’ একই সঙ্গে তিনি বলেন, ‘‘এটাও সত্যি যে জাতীয় ক্ষেত্রে প্রয়োজনে দিদিকেই প্রধানমন্ত্রী দরকার ৷’’

আরও পড়ুন :Mamata Banerjee wins bhabanipur bypoll : নিজের মেয়েকেই চাইল ভবানীপুর

শেষ পর্যন্ত কী হবে, সেই উত্তর রয়েছে কালের গর্ভে ৷ তাই আপাতত আমজনতাকে তিন বছর অপেক্ষা করতেই হবে ৷

ABOUT THE AUTHOR

...view details