কলকাতা, 22 ফেব্রুয়ারি : সিবিআইকে উত্তর দিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায় । আগামীকাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে দেখা করবেন অভিষেকের স্ত্রী ।
জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকে সময় দিলেন রুজিরা বন্দোপাধ্যায় । যদিও প্রকাশ্যে এই নিয়ে সিবিআই বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কিছুই জানানো হয়নি । সিবিআই সূত্র থেকে জানা গিয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে জিজ্ঞাসাবাদের জন্য সময় দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী । এখনও পর্যন্ত যা খবর তিনি লিখিতভাবে সিবিআইকে জানিয়েছেন, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার 11টা থেকে তিনটের মধ্যে তদন্তের জন্য সিবিআইয়ের মুখোমুখি হতে তিনি প্রস্তুত । সিবিআই আধিকারিকেরা চাইলে এসে তাঁর বয়ান নথিভুক্ত করতে পারেন । কয়লা কাণ্ডে লালার সূত্র ধরেই সিবিআইয়ের ব়্যাডারে রয়েছেন রুজিরা । তদন্তকারীদের নজরে রয়েছেন অভিষেকের শ্যালিকা মেনকাও ।