কলকাতা, 16 ফেব্রুয়ারি : মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুর ঘটনায় এবার পার্কস্ট্রিট এবং ওল্ড স্ট্রিটের দু'টি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে লালবাজারের গোয়েন্দা বিভাগ । গোয়েন্দাদের দাবি, ঘটনার পর তাঁকে পার্কস্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছিল । যেহেতু সংশ্লিষ্ট হাসপাতালে শেক্সপিয়ার সরণি থানার আওতাধীন । ফলে সেখানের মেডিকেল রিপোর্ট ইতিমধ্যেই সংশ্লিষ্ট হাসপাতাল থেকে নিচ্ছেন গোয়েন্দারা ।
নবান্ন অভিযানে শামিল হওয়া মইদুল মিদ্যা 11 ফেব্রুয়ারি থেকে 13 তারিখ পর্যন্ত কোথায় ভরতি ছিলেন? তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, তাঁকে আহত অবস্থায় পার্কস্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছিল । তার আগে 11 থেকে 13 তারিখ পর্যন্ত তিনি পার্কস্ট্রিট এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । এখানেই পুলিশের প্রশ্ন, তাঁকে কেন এতদিন একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হল না? ইতিমধ্যেই তদন্তে নেমেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ।