পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Kunal Slams BJP on Sourav Issue: মমতা সৌরভের হয়ে কথা বললে এত গায়ের জ্বালা কীসে, বিজেপিকে তোপ কুণালের - মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) হয়ে কথা বললে এত গায়ের জ্বালা কীসে ৷ এই ভাষাতেই বিজেপির সমালোচনার জবাব দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh slams BJP)।

Why there is so much anger when Mamata speaks for Sourav, Kunal Ghosh slams BJP
মমতা সৌরভের হয়ে কথা বললে এত গায়ের জ্বালা কীসে, বিজেপিকে তোপ কুণালের

By

Published : Oct 17, 2022, 6:56 PM IST

কলকাতা, 17 অক্টোবর:সৌরভ গঙ্গোপাধ্যায়ের পক্ষে ব্যাট ধরায় মুখ্যমন্ত্রীমমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়েছে বিজেপি ৷ এ বার তার জবাব দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh slams BJP)। তাঁর কটাক্ষ, "মমতা সৌরভের হয়ে কথা বললে এত গায়ের জ্বালা কীসে ?"

সোমবার উত্তরবঙ্গে যাওয়ার আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) হয়ে ব্যাট ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ দিন তিনি প্রশ্ন তোলেন, ক্রিকেট প্রশাসক হিসাবে অমিত শাহের ছেলে যদি থাকতে পারে, তাহলে কেন বাদ দেওয়া হল সৌরভ গঙ্গোপাধ্যায়কে । তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়কে আইসিসিতে পাঠানোর দাবি তুলেছেন । আর এই লক্ষ্যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তিনি । একইসঙ্গে তিনি এটাও বুঝিয়ে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় আসলে প্রতিহিংসার রাজনীতির শিকার । এ দিন তাঁর স্পষ্ট বক্তব্য, সৌরভের মতো ব্যক্তিত্ব শুধু বাংলার নয়, গোটা দেশের গর্ব । তাঁর বিরুদ্ধে অন্তত প্রতিহিংসার রাজনীতি শোভা পায় না (Kunal Slams BJP on Sourav Issue)।

এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া সামনে আসার পর পাল্টা জবাব দিয়েছে রাজ্য বিজেপিও । বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, রাজনীতি তো মমতা বন্দ্যোপাধ্যায় করছেন । ক্রিকেট-ফুটবল-হকি সব তুলে দিয়েছেন রাজনীতি করতে গিয়ে । রাজ্যে এখন শুধু স্লোগান চলছে খেলা হবে । আমরাতো সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিসিসিআইয়ের সভাপতি করেছিলাম । ওঁরা সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য কী করেছেন ! দু'বছর দায়িত্ব পালন করেছেন সৌরভ । তারপর তাঁর সভাপতিত্বেই রজার বিনির নাম উঠে এসেছে । এখানে তো কোনও বিতর্ক নেই । বিতর্ক তৈরি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস । কারণ পার্টি থেকে সরকার - সব ডুবতে বসেছে । নেতারা জেলে যাচ্ছেন, মানুষ ছিঃ ছিঃ করছেন । এ সব থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই সৌরভকে সামনে রেখে রাজনীতি করছেন ।" দিলীপ ঘোষের প্রশ্ন, "বাঙালি জানতে চায় সৌরভের জন্য আপনারা কী করেছেন ?"

আরও পড়ুন:শাহরুখকে সরিয়ে সৌরভকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডর করুন মমতা, দাবি শুভেন্দুর

সোমবার দিলীপের এই অভিযোগের পালটা জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh slams BJP)। তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রুখতে অপারগ ৷ সাধারণ মানুষ বিজেপি সরকারের আমলে চাকরি হারাচ্ছে । রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে । এই অবস্থায় বিজেপি নজর ঘোরাতে ধর্মের আশ্রয় নিচ্ছে । আর সেই কারণেই তাদের মুখে নজর ঘোরানোর কথা । মুখ্যমন্ত্রী তো অন্যায় কথা কিছু বলেননি । যেভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরে যেতে হচ্ছে, তাতে সাধারণ মানুষ বলছে তাঁর সঙ্গে বঞ্চনা হয়েছে । সেই কথা যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তাতে দিলীপবাবুদের এত গাত্রোদাহ কীসের ! যখন অমিত শাহ সৌরভ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে খেতে যেতেন, তখন কীভাবে যেতেন ? তিনি 21 সালে মানুষের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তাঁদের হয়ে লড়তে নামবেন । এটা ভেবেই তো তখন খেতে যাওয়ার এত তাগিদ । এখন সৌরভ যখন নিজের জগতে নিজের মতো আছেন, তখন আনসেরিমনিয়াসলি তাঁকে সরিয়ে দেওয়া হল । সেই বিষয়টা তো মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন । তাতে ওঁদের এত গায়ের জ্বালা কীসের !"

ABOUT THE AUTHOR

...view details