কলকাতা, 5 জুলাই : বিজেপির যুব মোর্চার (BJYM) ডাকে কর্মসূচি ৷ অথচ সেই কর্মসূচিতে নেই সংগঠনের রাজ্য সভাপতি ৷ আবার বিধানসভার বিরোধী দলনেতাকেও দেখা গেল না এই কর্মসূচিতে ৷ স্বাভাবিকভাবেই তাই উঠছে প্রশ্ন যে এই নেতারা কেন এদিনের কর্মসূচিতে যোগ দিলেন না ?
এই নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন স্বয়ং বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)৷ সোমবার দলের দফতরে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তাঁকে এনিয়ে প্রশ্ন করা হয় ৷ তিনি জানিয়েছেন, এদিনের কর্মসূচিতে থাকার জন্য সকলকেই জানানো হয়েছিল ৷ কিন্তু অনেক বিধায়ক, সাংসদ থাকলেও অনেকে ছিলেন না ৷ যাঁরা থাকতে পারেননি ৷ তাঁরা অন্য কর্মসূচিতে ছিলেন ৷
আরও পড়ুন :বিজেপির কর্মসূচিকে উত্তপ্ত করার দায় পুলিশের ঘাড়ে চাপালেন দিলীপ
সত্যিই কি তাই ? উঠছে প্রশ্ন ৷ বিজেপির একটি সূত্র থেকে জানা গিয়েছে, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan) এদিন কলকাতাতেই ছিলেন ৷ যদিও তাঁর সঙ্গে এই নিয়ে যোগাযোগ করা যায়নি ৷ ফলে তিনি কেন অনুপস্থিত থাকলেন, সেই বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েছে ৷
অন্যদিকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এদিনের কর্মসূচিতে থাকবেন বলে জানা গিয়েছিল ৷ কিন্তু তিনি ছিলেন না ৷ পরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যায় যে শুভেন্দু অধিকারী এদিন উপস্থিত ছিলেন ভগবানপুরে ৷ সেখানে ভোট পরবর্তী হিংসার জেরে ঘরছাড়া যে কর্মী-সমর্থকরা আবার বাড়ি ফিরেছেন, তাঁদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি ৷