পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jul 7, 2021, 10:23 PM IST

ETV Bharat / city

মতুয়া ভোটে কর্তৃত্বই কি শান্তনুর মন্ত্রিত্বের চাবিকাঠি ?

বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর ৷ তিনি এবার জায়গা পেলেন কেন্দ্রীয় মন্ত্রিসভায় ৷ বুধবার রাষ্ট্রপতি ভবনে তিনি শপথ গ্রহণ করেন মোদি সরকারের রাষ্ট্রমন্ত্রী হিসেবে ৷

why shantanu thakur included in narendra modi council of ministers
মতুয়া ভোটে কতৃত্বই কি শান্তনুর মন্ত্রিত্বের চাবিকাঠি ?

কলকাতা, 7 জুলাই : 2019 সালের লোকসভা নির্বাচনে আশীতত ফল করেছিল ভারতীয় জনতা পার্টি ৷ ফল প্রকাশের আগের রাতেও কেউ বিশ্বাস করতে পারেননি যে বাংলা থেকে 18টি আসনে বিজেপির জয় সম্ভব ৷ কিন্তু বিধানসভা নির্বাচনের ফলাফলে সেই সাফল্য ধরে রাখতে পারেনি গেরুয়া শিবির ৷ লোকসভায় এগিয়ে থাকা বহু আসনে হারতে হয়েছে বিজেপিকে ৷

এই পরিস্থিতিতে রাজ্যের যে এলাকাগুলিতে বিধানসভা ভোটের ফল লোকসভা নির্বাচনের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে হয়েছে, তার মধ্যে অন্যতম বনগাঁ ৷ 2019 সালের লোকসভা ভোটে বনগাঁর 6টি বিধানসভায় এগিয়ে ছিল বিজেপি ৷ এবারের বিধানসভা নির্বাচনে সেই 6টি আসনেই তারা জিতেছে ৷

আরও পড়ুন :বাংলা থেকে 4 , ত্রিপুরা থেকে প্রথম, মোদির মন্ত্রিসভায় তারুণ্যে জোর

আর তারই পুরস্কার কার্যত পেলেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর ৷ সরাসরি জায়গায় করে নিলেন নরেন্দ্র মোদির মন্ত্রী পরিষদে ৷ এতদিন ছিলেন বিজেপির সাংসদ ৷ এবার থেকে তিনি কেন্দ্রীয় সরকারের একজন রাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করবেন ৷

স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে যে তাঁকে কেন মন্ত্রী করা হল ? শুধুই কি বিধানসভা ভোটে ভাল ফলের পুরস্কার পেলেন শান্তনু ? নাকি এর পিছনে বিজেপির শীর্ষ নেতৃত্বের আরও কোনও রাজনৈতিক কৌশল রয়েছে ?

আরও পড়ুন :বাংলার সরোবরে ফুটে ওঠার আগেই কি শুকিয়ে যাবে পদ্মের পাপড়ি ?

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে ভোটে ভালো ফলের পুরস্কার তো অবশ্যই আছে ৷ তার সঙ্গে রয়েছে পরবর্তী লোকসভা নির্বাচনের অঙ্কও ৷ কারণ, 2019 সালের লোকসভা নির্বাচনে নাগরিকত্ব আইনের ইস্যু ছিল ভোটের প্রচারের বড় হাতিয়ার ৷ কিন্তু সেই আইন সংশোধন করে ফেলেছে মোদি সরকার ৷ তবে ওই আইন এখনও কার্যকর হয়নি ৷ যা নিয়ে বিধানসভা ভোটের আগে শান্তনুর সঙ্গে দলের অন্দরে টানাপোড়েন শুরু হয়েছিল ৷

পরে অবশ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দৌত্যে সেই টানাপোড়েন মেটে ৷ তার পর শান্তনুর এলাকায় বিজেপি ভাল ফল করেছে ভোটে ৷ রাজনৈতিক মহলের মতে, মতুয়া ভোটের উপর যে শান্তনুর নিয়ন্ত্রণ অটুট, তা প্রমাণিত ৷ তাই আগামিদিনে তাঁকে বিজেপির দরকার ৷ সেই কারণেই মন্ত্রী করা হল শান্তনুকে ৷

আরও পড়ুন :দুপুরের বিপ্লব সন্ধ্যায় শেষ, ইস্তফা প্রত্যাহার সৌমিত্রর

তাছাড়া সংশোধিত নাগরিকত্ব আইন চালু করা এখনও বিজেপির কাছে খুবই চিন্তার ৷ 2024 সালের লোকসভা নির্বাচনের আগে এই আইন কার্যকর করতে না পারলে ভোটে মতুয়াদের নিয়ে বিজেপিকে বিপাকে পড়তে হতে পারে ৷ শান্তনুকে মন্ত্রী করলে সেই সমস্যায় অনেকটাই রাশ টানা যেতে পারে ৷

ABOUT THE AUTHOR

...view details