কলকাতা, 29 এপ্রিল:অনুব্রত মণ্ডলের গাড়ির লালবাতি কেন এখনও খোলা হয়নি (PIL filed in Calcutta High Court)? নোটিস দেওয়া সত্ত্বেও রাজ্য সরকার কেন এ ব্যাপারে কোনও ব্যবস্থা নেয়নি ? এই প্রশ্ন তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন বিজেপি সেলের আইনজীবী (Red beacons in Anubrata Mandal's car)।
গত বছর ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব নামে এক ব্যক্তি লালবাতি লাগানো গাড়ি-সহ ধরা পড়ার পর রাজ্যের পরিবহণ দফতরের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছিল কারা কোন রঙের বাতি লাগানো গাড়ি চড়তে পারবেন । সেই তালিকায় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মোট 19 রকমের পদাধিকারী তাঁদের গাড়িতে কী ধরনের বাতি ব্যবহার করতে পারবেন তা স্পষ্ট করে বলে দেওয়া হয় ।
আরও পড়ুন:Anubrata Mandal's Security Accident : পথ দুর্ঘটনায় মৃত অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর মেয়ে-সহ 2, আশঙ্কাজনক 2
বিজ্ঞপ্তি জারির মাধ্যমে বলা হয়েছিল, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, হাইকোর্টের প্রধান বিচারপতি, বিধানসভার স্পিকার, রাজ্যের পূর্ণমন্ত্রী, বিরোধী দলনেতা এবং হাইকোর্টের বাকি বিচারপতিরা ফ্ল্যাশ-সহ লালবাতি লাগানো গাড়ি ব্যবহার করতে পারবেন । এ ছাড়া লালবাতি লাগানো গাড়ি ব্যবহার করা গেলেও সেই বাতিতে কোনও ফ্ল্যাশলাইট থাকবে না । যাঁরা তা ব্যবহার করবেন সেই তালিকায় রয়েছেন মন্ত্রিসভার প্রতিমন্ত্রীরা । এ বাদে বিধানসভার ডেপুটি স্পিকার, কলকাতা শহরের মেয়র এবং রাজ্য সরকারের মুখ্যসচিব এই গাড়ি ব্যবহার করতে পারবেন । অনুব্রত মণ্ডল তৃণমূলের বীরভূম জেলা সভাপতি । তিনি কী ভাবে লালবাতি ব্যবহার করেন ? সেই প্রশ্ন তুলেই দায়ের হয়েছে জনস্বার্থ মামলা (Anubrata Mandal news)।
অনুব্রতর গাড়িতে এখনও লালবাতি কেন ? জনস্বার্থ মামলা হাইকোর্টে আরও পড়ুন:CBI Letter to Passport Office : সত্যিই কি পাসপোর্ট নেই অনুব্রতর ? জানতে চিঠি সিবিআইয়ের