কলকাতা, 9 জুলাই : মোদি জমানায় সাতজন বঙ্গ-বিজেপি (BJP) সাংসদ মন্ত্রী হতে পারলেন ৷ সকলেই অবশ্য রাষ্ট্রমন্ত্রী হয়েছেন ৷ কিন্তু এই ছ’বছরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন একমাত্র নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) ৷ তাঁকে স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী করা হয়েছে ৷ সঙ্গে ক্রীড়া ও যুব বিষয়ক দফতরের দায়িত্বও তিনি পেয়েছেন ৷ তবে তাঁকে অমিত শাহের (Amit Shah) ডেপুটি করা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷
2019 সালে যখন দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেন নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ তখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রকের ভার তুলে দিয়েছিলেন অমিত শাহের হাতে ৷ সঙ্গে দিয়েছিলেন তিন ডেপুটি ৷ সেই তিনজনের মধ্যে একজন জি কিষাণ রেড্ডির সম্প্রতি প্রোমোশন হয়েছে ৷ তিনি জায়গা পেয়েছেন মোদি ক্যাবিনেটে ৷ আর স্বরাষ্ট্রমন্ত্রকে সেই শূন্যস্থান পূরণ করেছেন নিশীথ ৷
আরও পড়ুন :বাম-কংগ্রেসহীন বিধানসভায় ভাল লাগছে না সুব্রতর
বুধবার দ্বিতীয় মোদি মন্ত্রিসভার রদবদল (Modi Cabinet Reshuffle) হয় ৷ সেখানে বাংলা থেকে চারজন জায়গা পান ৷ দেখা গিয়েছে, যে সাংসদদের এলাকায় বিধানসভা ভোটের ফল ভালো হয়েছে, তাঁদের মধ্যে চারজনকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে ৷ এবারের বিধানসভা নির্বাচনে যেহেতু উত্তরবঙ্গ থেকে বিজেপি ভালো ফল করেছে, তাই উত্তরবঙ্গ থেকে দু’জন জায়গা পেয়েছেন মোদির মন্ত্রী পরিষদে ৷
কিন্তু মন্ত্রক বণ্টন হওয়ার পরই সবাই চমকে যান নিশীথের পোর্টফোলিও দেখে৷ প্রশ্ন উঠতে থাকে যে কেন নিশীথকে এই দায়িত্ব দেওয়া হল ?
আরও পড়ুন :নেতাদের কোন্দল না থামলে বঙ্গ-বিজেপিতে শক্তিক্ষয়ের আশঙ্কা