কলকাতা, 20 এপ্রিল : কোষাগারের অবস্থা ভালো নয় ৷ তা সত্ত্বেও ধর্মপ্রাণ মানুষকে আনন্দের ছোঁয়া দিতে কোনও ত্রুটি রাখতে চাইছে না কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) । কর্তৃপক্ষ তাই করোনার জন্য দু'বছর ধরে বন্ধ থাকা ইফতার অনুষ্ঠান এবারে ফের মহাসমারোহে করতে চলেছে । কলকাতা পৌরনিগমের পাক সার্কাস ময়দানে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) । থাকবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Kolkata Mayor Firhad Hakim)-সহ বিভিন্ন ধর্মের মানুষ ।
কলকাতা পৌরনিগম সূত্রে খবর, এর জন্য পাক সার্কাস ময়দান সুসজ্জিত করা থেকে শুরু করে বিরাট খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছে । পার্ক সার্কাস মোড়ে একটি নামজাদা রেস্তরাঁকে খাবারের বরাত দেওয়া হয়েছে । সব মিলিয়ে এই ইফতারে প্রায় 7 হাজার মানুষের খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছে । গোটা অনুষ্ঠানে বাজেট দাঁড়িয়েছে কমবেশি 90 লক্ষ টাকা । ফল থেকে শুরু করে চিকেন চাপ, বেবি নান, হালিম এমন নানা সুস্বাদু খাবার থাকছে তালিকায় ।
তবে এই বিরাট খরচ নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন । অনেকেই বলছেন, কলকাতা পৌরনিগমের কোষাগারের হাল খারাপ হওয়ার দরুণ চুক্তিভিত্তিক থেকে শুরু করে 100 দিনের কাজে যুক্ত কর্মীদের বেতন সমস্যার মুখে পড়তে হচ্ছে । পাশাপাশি দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্ত কর্মীদের সুযোগ-সুবিধা এমনকি পেনশনের টাকা দিয়ে উঠতে পারছে না পৌরনিগম । বর্তমান পৌর বোর্ড প্রায় বছর দুয়েক ধরে উন্নয়ন বা রক্ষণাবেক্ষণের খাতে যে সমস্ত কাজ ঠিকাদাররা করেছে, সেই টাকাও কলকাতা পৌরনিগম মেটাতে পারেনি অনেকাংশে । এই পরিস্থিতির মধ্যে ধর্মীয় অনুষ্ঠানে পৌর কোষাগারের এই বিপুল টাকা খরচ নিয়েই তাঁরা প্রশ্ন তুলছেন ।