কলকাতা, 9 মে : সাম্প্রতিক সময়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে (BJP MP Arjun Singh) বারবার পাটশিল্পের দুরবস্থা নিয়ে সরব হতে দেখা গিয়েছে । প্লাস্টিক লবিকে কাজে লাগিয়ে পাটশিল্পের ভবিষ্যৎকে জলাঞ্জলি দেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছেন অর্জুন সিং (Arjun Singh Raises his Voice on Jute Industry Issue) । পাটশিল্পের পুনরুত্থানের জন্য তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Bengal CM Mamata Banerjee) সঙ্গে নিয়েও লড়াই করতে প্রস্তুত বলে জানিয়েছেন একাধিকবার ৷ রাজ্যের এই বিজেপি সাংসদের কেন্দ্রের বিরুদ্ধে পাটশিল্প নীতি নিয়ে সরব হওয়া আদতে অন্য রাজনীতির অংশ কি না, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই । হঠাৎ করে শীতঘুম ভেঙে অর্জুন সিংয়ের এই প্রতিবাদের পিছনে কি কোনও অন্য অঙ্ক আছে (Why is BJP MP Arjun Singh speaking out on the jute industry) ?
2021-এর বিধানসভা নির্বাচন (Bengal Assembly Elections 2021) এবং তার পরবর্তী পৌর নির্বাচনের ফলের মধ্যেই এই প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা ৷ 2019-এর লোকসভা ভোটে (General Elections 2019) অর্জুন সিং ব্যারাকপুর থেকে জিতে সাংসদ হয়েছিলেন ৷ কিন্তু একুশের বিধানসভা ভোটে দেখা যায় তাঁর লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভার বেশির ভাগেই হেরে গিয়েছে বিজেপি ।
তাছাড়া এতদিন অর্জুনকে ভাটপাড়ার মুকুটহীন সম্রাট হিসাবে ধরা হত । এবার পৌরভোটে নিজের ওয়ার্ডেই হেরে যান অর্জুন । রাজনৈতিক মহলের ব্যাখ্যা, এই অবস্থায় এই দুঁদে রাজনীতিক বুঝতে পারছিলেন ক্রমেই সাধারণ মানুষের কাছ থেকে তার গ্রহণযোগ্যতা কমছে । সেই কারণেই তিনি জনসমর্থন ফিরে পেতে পাটশিল্পের ইস্যুকে সামনে রেখে সরব হয়েছেন ৷
কিন্তু এত শিল্প থাকতে হঠাৎ পাটশিল্প নিয়ে কেন সরব হলেন অর্জুন ? ওয়াকিবহাল মহলের মতে, শিল্পবন্ধ্যা ব্যারাকপুরে অন্যতম প্রধান শিল্প হল পাট । গঙ্গার গা ঘেঁষে একের পর এক পাটশিল্পের কারখানা আজ ধুঁকছে । পুজো উৎসবের মরসুমের আগে সরকারি সক্রিয়তায় এই কারখানাগুলি খুললেও এখানে থাকা হাজার হাজার শ্রমিক-কর্মচারী এক অসহায় জীবনযাপন করেন ।