পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Partha Chattarjee : প্রভাবশালী তকমা হটাতেই কি প্রতিবাদ মিছিল নিয়ে আপত্তি পার্থর ? - Bengal Minister Partha Chatterjee

পার্থ চট্টোপাধ্যায়ের (Bengal Minister Partha Chatterjee) সমর্থনে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল বেহালায় ৷ কিন্তু এই নিয়ে আপত্তি তুলেছেন স্বয়ং প্রাক্তন শিক্ষামন্ত্রী ৷ ফলে ওই মিছিল শেষে মন্ত্রীর ইচ্ছা অনুযায়ী তৃণমূল সরকারের 11 বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত হয় ৷

why-does-partha-chatterjee-object-to-the-tmcs-protest-rally-in-behala
Partha Chattarjee : প্রভাবশালী তকমা হটাতেই কি প্রতিবাদ মিছিল নিয়ে আপত্তি পার্থর ?

By

Published : May 20, 2022, 6:14 PM IST

কলকাতা, 20 মে : অতীত থেকে শিক্ষা নিয়ে সতর্ক হল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) । পার্থ চট্টোপাধ্যায়ের (Bengal Minister Partha Chatterjee) পক্ষে তৃণমূলের কর্মী সমর্থকরা মিছিলের ডাক দিয়েছিলেন । ঠিক ছিল শুক্রবার সিবিআই (CBI) তদন্তের প্রতিবাদে বেহালায় মিছিল হবে । বাদ সাধলেন পার্থ চট্টোপাধ্যায় । দলীয় কর্মীদের তাঁর স্পষ্ট নির্দেশ মিছিল যদি হয়, তা করতে হবে সরকারের 11 বছরের সাফল্যকে কেন্দ্র করে ।

অতি উৎসাহী হয়ে কেউ কেউ প্রতিবাদের পথে হাঁটতে চাইছেন । আর তাতে সমর্থন নেই তৃণমূলের মহাসচিবের । তিনি লিখেছেন, ‘‘অতি উৎসাহী হয়ে কেউ কেউ ফেসবুকে হোক প্রতিবাদ নাম করে পোস্ট করেছেন । অবিলম্বে এই পোস্টগুলো সরিয়ে ফেলুন । মা মাটি মানুষের সরকারের উন্নয়নের 11 বছরের সমর্থনে মিছিল করতে হবে । কিন্তু অন্য কোনও বিষয়ে যেন সেখানে না আসে আমি সমস্ত কর্মীদের কাছে আবেদন জানালাম ।’’

প্রসঙ্গত, গতকাল রাতে 125 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ছন্দা সরকার পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে মহা প্রতিবাদ মিছিলের ডাক দেন । ঠিক ছিল শুক্রবার বিকেল চারটে অজন্তা সিনেমা হলের সামনে এই জমায়েত হবে । তারপর সেখান থেকে মিছিল হবে বেহালা জুড়ে ।

এদিন পার্থ চট্টোপাধ্যায় যে ফেসবুক পোস্ট করেছেন, মনে করা হচ্ছে ওই পোস্টে তারই বিরোধিতা করা হয়েছে । আর তার পর মিছিলের কর্মসূচি বাতিল হয়নি ৷ কিন্তু ইস্যু বদলে যায় ৷ অভিনন্দন যাত্রার আয়োজন করে তৃণমূল ৷

পার্থ চট্টোপাধ্যায়ের জন্য প্রতিবাদ মিছিলের পোস্টার

যদিও রাজনৈতিক মহল পার্থবাবুর এই অবস্থানকে রাজনৈতিক কৌশল হিসেবেই দেখছেন । অতীতে সিবিআই তদন্ত চলাকালীন যে কোনও রাজনৈতিক নেতার পক্ষে হওয়া জমায়েত তাঁদের বিরুদ্ধে গিয়েছে । বিশেষ করে ওই জমায়েত বা মিছিলের ঘটনাকে তুলে ধরে সিবিআই ওই ব্যক্তিকে প্রভাবশালী হিসাবে দেখানোর চেষ্টা করেছে । আর সেই প্রশ্নে এদিন সতর্ক হতে দেখা গেল পার্থ চট্টোপাধ্যায়কে । সিবিআই তদন্তের প্রতিবাদ করে তার পক্ষে হওয়া যে কোনও মিছিল যে আদতে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যেতে পারে কথা ভালোমতোই জানেন প্রাক্তন শিক্ষামন্ত্রী । সে কারণেই পার্থ চট্টোপাধ্যায়ের সমর্থকদের প্রতিবাদ মিছিল করা থেকে বিরত করলেন তৃণমূলের মহাসচিব ।

পার্থ চট্টোপাধ্যায়ের ফেসবুক পোস্ট

আরও পড়ুন :SSC Recruitment Scam : সিবিআইয়ের গ্রেফতারি এড়াতে হাইকোর্টের কোনও বেঞ্চেই সুরক্ষা পেলেন না পার্থ

ABOUT THE AUTHOR

...view details