কলকাতা, 3 মে :মঙ্গলবার ছিল ঈদ-উল-ফিতর অর্থাৎ খুশির ঈদ । এই বিশেষ দিনটি রাজ্যের দুই দলের শীর্ষ নেতৃত্ব দু’ভাবে পালন করলেন । সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) প্রথমে রেড রোডে ঈদের নামাজ শেষে রাজ্যের সংখ্যালঘু মানুষকে শুভেচ্ছা জানান । সেখানে তিনি বলেন, ‘‘কেউ যেন আমাদের মধ্যে বিভাজনের রাজনীতি ঢোকাতে না পারে । সাচ্চে দিনের সঙ্গে আচ্ছে দিন আসুক । দেশের পরিস্থিতি ঠিক নেই ৷ সাম্প্রদায়িক শক্তি দেশকে বিভাজিত করতে চাইছে ৷ তাই শান্তি বজায় রেখে, ঐক্যবদ্ধ হয়ে সবাইকে মিলেমিশে থাকতে হবে ৷’’ পাশাপাশি মমতা বলেন, ‘‘ধর্মের নামে দেশকে টুকরো টুকরো করা চলবে না ।’’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে সংখ্যালঘু মানুষজনের সঙ্গে সাক্ষাৎ করলেও আগেই সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (CPIM State Secretary Md Salim) জানিয়ে দিয়েছিলেন, ঈদের উৎসবে তিনি প্রয়াত আনিশ খানের পরিবারের সঙ্গে থাকবেন । সেই মতো ঈদের দিনটি আমতার নিহত ছাত্রনেতা আনিশ খানের (Anish Khan Murder Case) পরিবারের সঙ্গেই কাটালেন তিনি । এদিকে মঙ্গলবার আনিশ খানের বাড়িতে এসেছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও । একসঙ্গে বসে আনিশের বাবার সঙ্গে কথা বললেন মহম্মদ সেলিম, শতরূপ ঘোষ, নওশাদ সিদ্দিকীরা ।
আনিস খানের বাবার সঙ্গে দেখা করার পর সোশ্যাল সাইটে তিনি লিখেছেন, ‘‘আনিস খানের খুনের ইনসাফের দাবি আদায় করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ । আমরা এই লড়াইয়ের শেষ দেখে ছাড়ব, আইনের আদালতে এবং জনতার আদালতে ।’’
পিছিয়ে রইলেন না মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ ঈদের দিন তিনি রেড রোড থেকেই সরাসরি পৌঁছে গেলেন পার্ক সার্কাসে রিজওয়ানুর রহমানের বাড়িতে । তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC National General Secretary Abhishek Banerjee) । তাঁরা মাল্যদান করেন রিজওয়ানের স্মৃতিতে তৈরি বেদিতেও ।