কলকাতা, 29 অগস্ট : তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর ভাষণ এতদিন যথেষ্ট গুরুত্ব পেয়ে এসেছে ৷ কিন্তু সোমবার সম্পূর্ণ অন্য ছবি দেখা গেল কলকাতার মেয়ো রোডের অনুষ্ঠানে ৷ এদিন ভাষণই দিলেন না রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bengal Education Minister Bratya Basu) ৷ ফলে এই নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে চর্চা ৷
প্রসঙ্গত, করোনা অতিমারির (Covid Pandemic) জেরে দু’বছর তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালনের সুযোগ পায়নি শাসক দল ৷ সোমবার আবার প্রকাশ্য সমাবেশ হল ৷ করোনাকালের আগে রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ৷ 2021 এর বিধানসভা নির্বাচনের পর পার্থকে শিক্ষা থেকে সরিয়ে শিল্প দফতরের দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ শিক্ষামন্ত্রী করা হয় ব্রাত্য বসুকে ৷
সোমবারের অনুষ্ঠানে ব্রাত্য বসু তো হাজির ছিলেনই ৷ এছাড়াও ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম (Firhad Hakim) সহ একাধিক মন্ত্রী ৷ তাঁদের অনেককেই এদিন মঞ্চে বক্তৃতা করতে দেখা গিয়েছে ৷ এমনকী, শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ী ছাত্রছাত্রীদের সামনে নিজের বক্তব্য পেশ করেন ৷ কিন্তু ব্রাত্য বসুকে একবারের জন্য মাইক হাতে কিছু বলতে শোনা গেল না ৷