কলকাতা, 8 জুলাই:ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-এর নিরাপত্তা (Arjun Singh Security) কেন প্রত্যাহার করা হল, আগামী 10 দিনের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে তার রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ আজ এই নির্দেশ দেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য ।
এ দিন মামলার শুনানিতে অর্জুন সিংহের তরফে আইনজীবী সপ্তাংশু বসু বলেন, "আমার মক্কেল একজন বিজেপির সাংসদ । কয়েকদিন আগে কিছু তৃণমূল নেতার সঙ্গে দেখা করেছিলেন ৷ তার জন্য 5 জুলাই 2022-এ তাঁকে একটি নোটিশ দেওয়া হয় । 6 জুলাই জেড ক্যাটেগরি নিরাপত্তা প্রত্যাহার করা হয় । তিনি একজন জনপ্রতিনিধি ।"
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের (Arjun Singh's Z category security withdrawn) তরফে আইনজীবী বিল্বদল ভট্রাচার্য বলেন, "রাজ্যেরই নিরাপত্তা দেওয়ার কথা । পরিস্থিতি খতিয়ে দেখে নিরাপত্তার ব্যবস্থা করা হয় । আগে রাজ্য নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছিল বলেই কেন্দ্র তাঁর নিরাপত্তার ব্যবস্থা করেছিল । এই মুহূর্তে তাঁর (অর্জুন) বিরুদ্ধে কোনও রকম নিরাপত্তা সংক্রান্ত ভীতি বা হুমকি আছে বলে কেন্দ্রের মনে হয়নি । সেই কারণে নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে । যে ব্যক্তি অর্জুন সিংকে হুমকি দিচ্ছিলেন তিনি এখন জেলে । পাশাপাশি সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব রাজ্যের ।"
আরও পড়ুন:নিরাপত্তা প্রত্যাহারে ক্ষুব্ধ অর্জুন, মামলা দায়েরের অনুমতি আদালতের