কলকাতা, 17 জুলাই:এ বার কি বাংলার রাজ্যপাল হবেন একজন বাঙালি (Governor of Bengal)! রাজনৈতিক মহলে এই নিয়েই জোর জল্পনা চলছে । উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ায় বাংলার রাজ্যপাল পদ থেকে আপাতত ছুটি হয়ে যাচ্ছে জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar)। আর তার সঙ্গে সঙ্গেই জোর চর্চা রাজভবনের পরবর্তী বাসিন্দা কে হবেন তা নিয়ে ৷
এ ক্ষেত্রে উড়ো খবর, কেন্দ্রীয় সরকার রাজভবনের জন্য যে নামগুলি ভাবছে তার মধ্যে আছেন এক বাঙালিও । এখনও পর্যন্ত যা খবর, তাতে এই পদের জন্য তিনটি নাম শোনা যাচ্ছে ৷ এই পদে আনা হতে পারে উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুকে । এমনিতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বেঙ্কাইয়া নাইডুর সম্পর্ক মধুর । তাঁকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল করে চমক দিতে পারে বিজেপি । বেঙ্কাইয়া নাইডুর পাশাপাশি একই সঙ্গে নাম শোনা যাচ্ছে সদ্য রাজ্যসভা এবং মন্ত্রিসভা থেকে অব্যাহতি নেওয়া উত্তরপ্রদেশের মুসলিম নেতা মুখতার আব্বাস নকভির । তৃতীয় নামটি অবশ্যই এ রাজ্যের এক হেভিওয়েট নেতার । রাজনৈতিক মহলে জোর জল্পনা, রাজ্যের এক প্রথম সারির বিজেপি নেতার বাবাকে রাজ্যপাল করে পাঠানো হতে পারে এ রাজ্যে । আর যদি এমনটা করা হয়, তাহলে ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের পর বিজেপি এ রাজ্যের কারওকে রাজ্যপাল পদে বসাচ্ছে এমনটা হতে পারে (Bengal Governor)।
যদিও এ রাজ্যের সেই নেতার সঙ্গে যোগাযোগ করেছিলাম আমরা ৷ তিনি বা বিজেপির তরফ থেকে কেউ এই নিয়ে কিছু বলতে রাজি হননি । কিন্তু রাজনৈতিক মহলের নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না সেই ব্যক্তি কে । আগেও তাঁকে রাজ্যপাল করা হতে পারে বলে শোনা গিয়েছিল । এমনটাও শোনা গিয়েছিল বিজেপির তরফ থেকে রাজ্যসভায় পাঠানো হতে পারে তাঁকে । কিন্তু কোনওটাই শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি । এ বার তিনিই রাজভবনের বাসিন্দা হন কি না, সে দিকে রাজ্যবাসীর নজর থাকবে । আর তৃণমূল-ত্যাগী এই নেতাকে শেষ পর্যন্ত যদি রাজ্যপাল করা হয়, তাতে যথেষ্টই অস্বস্তিতে পড়বে রাজ্যের শাসক দল ।
আরও পড়ুন:উপরাষ্ট্রপতি পদপ্রার্থী ধনকড়কে নিয়ে মন্তব্যে সাবধানী তৃণমূল !
গতকাল রাতে জগদীপ ধনকড়ের প্রস্থান একপ্রকার নিশ্চিত হয়ে যাওয়ার পর একাধিক নাম নিয়ে আলোচনা চলছে বিজেপির অন্দরে । তবে এখনও পর্যন্ত যা খবর, এই দৌড়ে সবথেকে এগিয়ে রয়েছেন একসময় মমতা বন্দোপাধ্যায়ের বাজপেয়ি মন্ত্রিসভায় সহকর্মী মুখতার আব্বাস নকভি । কারণ তাঁকে এই পদে বসানোর পেছনে সুপরিকল্পিত ভাবনা-চিন্তা রয়েছে বিজেপির । মমতার মুসলিম ভোটব্যাংকের কথা চিন্তা করেই তাঁকে রাজ্যে পাঠানো হতে পারে । এ ক্ষেত্রে রাজ্যপালের সঙ্গে সংঘাত হলে দিনের শেষে তৃণমূল কংগ্রেস যদি রাজ্যপালকে আক্রমণ করে, তা মুসলিমরা ভালো ভাবে নাও নিতে পারেন । আর সে কারণেই মনে করা হচ্ছে তিনি এই দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছেন ।