বজবজ, 13 মার্চ : অনন্ত মায়ার বৃদ্ধাশ্রমের আবাসিকদের কোথায় ঠাঁই হবে ? যদি নির্বাচনের কারণে পৌরসভা ফিরিয়ে নেয় তাদের অধীনে থাকা ভবনটিকে !
বৃদ্ধাশ্রমের খাতায় কলমে নাম অনন্ত মায়া ৷ যেটি রয়েছে বজবজ বিধানসভার অন্তর্গত পূজালি পৌরসভার অধীনস্থ একটি ভবনে ৷ বেশ কয়েক বছর আগে ভবনটিকে একটি সংস্থাকে লিজে দেয় পৌরসভা ৷ সংস্থাটি বিনা পয়সায় অনন্ত মায়ায় থাকার ব্যবস্থা করে অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের ৷ ইতিমধ্যে দুটি পরিবার সেখানে বসবাস করছে ৷ গত বৃহস্পতিবার যাগ-যজ্ঞ করে পথচলা শুরু হয় বৃদ্ধাশ্রমের ৷ জানা গিয়েছে, আরও পাঁচটি পরিবার থাকার কথা রয়েছে ৷ সব মিলিয়ে মোট 7টি পরিবারের থাকার কথা রয়েছে অনন্ত মায়া বৃদ্ধাশ্রমে ৷ কিন্তু সম্প্রতি পূজালি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক আসেন বৃদ্ধাশ্রমে ৷ তিনি জানিয়ে যান, আসন্ন বিধানসভা নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ-এর ক্যাম্প হবে বর্তমানে বৃদ্ধাশ্রম হওয়া ভবনটিতে । পুলিশ আধিকারিক যখন অনন্ত মায়ায় আসেন তখন অনন্ত মায়ার কর্তৃপক্ষ ছিল না ৷ তবে পুলিশ আধিকারিক আবাসিকদের জানান, বিষয়টি বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ জানাতে ৷ হয়তো সেই সংবাদ কর্তৃপক্ষকে আবাসিকরা ইতিমধ্যে জানিয়েছেন ৷
আরও পড়ুন : 2021-এর নির্বাচনের আগে আরও 2 কম্পানি আধাসেনা আসছে রাজ্যে