পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Partha Chatterjee Arrest: পার্থর গ্রেফতারির প্রতিবাদে কোনও কর্মসূচি নয় ! হোয়াটসঅ্য়াপে বার্তা অভিষেকের

পার্থ চট্টোপাধ্য়ায়ের (Partha Chatterjee) গ্রেফতারির প্রতিবাদে কোনও কর্মসূচি, সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করা যাবে না ৷ স্পষ্ট নির্দেশ দিয়ে পাঠানো হল হোয়াট্সঅ্য়াপ বার্তা (Whatsapp Message) ৷ শনিবার অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) তরফ থেকে তৃণমূল যুব কংগ্রেসের সদস্যদের এই বার্তা পাঠানো হয় বলে দাবি সূত্রের ৷

Whatsapp Message from Abhishek Banerjee says no demonstration allowed against Partha Chatterjee arrest
Partha Chatterjee Arrest: পার্থর গ্রেফতারির প্রতিবাদে কোনও কর্মসূচি নয় ! হোয়াট্সঅ্য়াপে বার্তা অভিষেকের

By

Published : Jul 23, 2022, 7:44 PM IST

কলকাতা, 23 জুলাই: ইডি (ED)-এর হাতে পার্থ চট্টোপাধ্য়ায়ের (Partha Chatterjee) গ্রেফতারির প্রতিবাদে যদি কেউ কোনও বিক্ষোভ বা প্রতিবাদ করেন, কিংবা সোশ্যাল মিডিয়ায় ইডি-র ভূমিকা নিয়ে সরব হন, তাহলে দল তাঁর সেই আচরণের কোনও দায়িত্ব নেবে না ৷ এই ধরনের কোনও কর্মসূচিকেই তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) অনুমোদন করবে না ৷ তাই তৃণমূল যুব কংগ্রেসের কোনও নেতা, কর্মীই যেন অতি উৎসাহিত হয়ে এরকম কোনও কাণ্ড ঘটিয়ে না বসেন ! সূত্রের দাবি, স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) তরফ থেকেই নাকি পাঠানো হচ্ছে এই বার্তা !

তৃণমূলের একটি সূত্র মারফত দাবি করা হয়েছে, শনিবার পার্থ চট্টোপাধ্য়ায়ের গ্রেফতারির পরই তৃণমূল যুব কংগ্রেসের সদস্যদের কাছে একটি হোয়াট্সঅ্য়াপ বার্তা (Whatsapp Message) পাঠানো হয় ৷ ইতিমধ্য়েই সেই বার্তা সংগঠনের সমস্ত স্তরের কর্মীদের পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ বলা হয়েছে, সকলেই যেন এই নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলেন ৷

আরও পড়ুন:Sukanta Majumdar: 'আজ বাঙালি হিসাবে আমি লজ্জিত...' পার্থর গ্রেফতারিতে বললেন সুকান্ত

তৃণমূল যুব কংগ্রেসেরই কলকাতার এক নেতা জানিয়েছেন, হোয়াট্সঅ্য়াপ বার্তা সংক্রান্ত এই খবরটি একেবারেই সঠিক ৷ তবে, শুধুমাত্র যুব সংগঠনের সদস্যরাই নন, বিভিন্ন পৌর সংস্থার জনপ্রতিনিধি ও বিধায়করাও যাতে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির প্রতিবাদে কোনও কর্মসূচির আয়োজন না করেন, তা নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়ছেন ওই যুব নেতা ৷

ABOUT THE AUTHOR

...view details