কলকাতা, 7 জুলাই : করোনার বাড়বাড়ন্তে নাজেহাল রাজ্যবাসী । এরই মধ্যে সাবধানবাণী দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation) । ভারতে খোঁজ মিলল ওমিক্রনের (Omicron) নয়া উপপ্রজাতির । নয়া বিএ 2.75 সাব-ভ্যারিয়ান্টের বিষয়ে ইতিমধ্যেই ভারতকে সতর্ক করেছে হু (WHO) ।
বুধবার সাংবাদিক বৈঠকের মাধ্যমে হু-এর প্রধান টেড্রস অ্যাডানাম ঘ্রেবেসাস জানিয়েছেন, গত দুই সপ্তাহে বিশ্বে ফের কোভিডের সংক্রমণ বেড়েছে (Covid Infection Increases) । সংক্রমণ প্রায় 30 শতাংশ বৃদ্ধি পেয়েছে । ইউরোপ ও আমেরিকায় ছড়িয়েছে ওমিক্রনের বিএ.4 ও বিএ.5 সাব-ভ্যারিয়্যান্ট । ভারতেও হানা দিয়েছে ওমিক্রনের নয়া সাব-ভ্যারিয়্যান্ট বিএ 2.75 । যার জেরেই বাড়ছে সংক্রমণ । তবে এখনই অযথা আশঙ্কিত হওয়ার দরকার নেই । পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ।