পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

22 থেকে 33! মাত্র 24 ঘণ্টায় রাজ্য়ে কোরোনায় মৃত 11 - কোরোনা আক্রান্ত

Coronavirus
Coronavirus

By

Published : Apr 30, 2020, 1:21 PM IST

Updated : Apr 30, 2020, 5:15 PM IST

15:31 April 30

  • কোরোনা সংক্রমণ ঠেকাতে ওয়ার্ডের ভিতরে ঢোকা ও বেরনোর দুটি রাস্তা বন্ধ করলেন বারাসতের সরোজিনী পল্লী এলাকার বাসিন্দারা ৷

15:31 April 30

  • 20 জন যাত্রী নিয়ে বেসরকারি বাস রাস্তা নামবে না, সাফ জানিয়ে দিল রায়গঞ্জ মোটর ওনার্স এসোসিয়েশন ।

15:31 April 30

  • দুর্গাপুরের ফরিদপুর থানা এলাকার কাঁটাবেড়িয়া গ্রামে জরুরি পরিষেবার গাড়িতে  দেশি মদ পাচারে বাধা দিল গ্রামবাসীরা ৷

15:31 April 30

  • কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের PPE কিট কিনে দিল ফালাকাটার একটি ক্লাব ৷

12:14 April 30

রোজগার বন্ধ কুলপির মৃৎশিল্পিদের
  • লকডাউনের জেরে কাজ নেই, রোজগার বন্ধ, দক্ষিণ 24 পরগনার কুলপির মৃৎশিল্পিদের ৷আসহায় প্রায় 100টি পরিবার ৷

12:13 April 30

আটক 70 জন পরিযায়ী শ্রমিক
  • আলিপুরদুয়ারের নিউচ্যাংরাবান্ধা নাকা চেকিং-এ  আটক 70 জন পরিযায়ী শ্রমিক, তাঁদের পাঠানো হয়েছে কোয়ারান্টাইনে৷

12:11 April 30

পুলিশকর্মীরা একদিনের বেতন তুলে দিলেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল
  • বারাইপুর জেলা পুলিশে কর্মরত পুলিশ, সিভিক ভলান্টিয়ার সহ ভিলেজ পুলিশকর্মীরা সকলে নিজের একদিনের বেতন তুলে দিলেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল ।

12:10 April 30

ছোটো এক টাকার বিনিময়ে সবজি বাজার
  • হুগলির বৈচি গ্রামের দুস্থ মানুষদের দাঁড়ালো কয়েকজন যুবক, ছোটো এক টাকার বিনিময়ে দুস্থ গ্রামবাসীদের হাতে তুলে দেওয়া হল সবজি বাজার ৷

12:09 April 30

73 জনের কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ
  • বর্ধমানের খণ্ডঘোষে কোরোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা 73 জনের কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তি জেলা স্বাস্থ্য বিভাগের আধিকারিকেরা ৷

12:08 April 30

ব্যাঙ্ককর্মীদের দুষ্কৃতী ভেবে আটকে রাখল এলাকাবসীরা
  • বালুঘাটের একটি ATM ঠিক করতে আসা ব্যাঙ্ককর্মীদের দুষ্কৃতী ভেবে আটকে রাখল এলাকাবসীরা ৷

10:10 April 30

22 থেকে 33! মাত্র 24 ঘণ্টায় রাজ্য়ে কোরোনায় মৃত 11

কলকাতা, 29 এপ্রিল : লকডাউন আজ 37 দিনে পড়ল । দিন যত এগিয়েছে ততই রাজ্যে জটিল হয়েছে কোরোনা পরিস্থিতি । কোরোনায় আক্রান্তদের অনেকে সুস্থ হলেও মানুষের আতঙ্ক কাটছে না । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?

Last Updated : Apr 30, 2020, 5:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details