পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

জোড়া ঘূর্ণাবর্তের জের, আগামী 48 ঘণ্টায় রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস - weather forecast

আগামী 48 ঘণ্টায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস ।

cyclone
ঘূর্ণাবর্ত

By

Published : Apr 30, 2020, 4:13 PM IST

কলকাতা, 29 এপ্রিল: আগামী 48 ঘণ্টায় আন্দামানের উপর তৈরি হতে চলেছে নিম্নচাপ । সপ্তাহের শেষে তা শক্তিশালী হয়ে পরিণত হতে পারে গভীর নিম্নচাপে । রবিবার-সোমবার নাগাদ নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে মায়ানমার ও বাংলাদেশ সংলগ্ন উপকূলে প্রবেশ করবে। তাই রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আগামী 24 ঘন্টায় কলকাতার আকাশ মেঘলা থাকবে। শুক্রবার বিকেলের পর বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় গত 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। আগামী 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 33 ও সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দুটি ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরবঙ্গের উপরে । আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে ছত্তিশগড়ের উপর।

এদিকে আগামী 24 ঘন্টা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে চলবে ঝড় -বৃষ্টি । 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । তবে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। নদিয়া ,মুর্শিদাবাদ, বীরভূম ,উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে । এছাড়াও আলিপুর আবহাওয়া দপ্তর এও জানিয়েছে , আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলায়। বীরভূম ,বাঁকুড়া ,পুরুলিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান সহ বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে । শনিবারও দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি হতে পারে ।

ABOUT THE AUTHOR

...view details