পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সাধারণ মানুষকে স্বস্তি দিতে জ্বালানি তেল নিয়ে কেন কোনও পদক্ষেপ নিচ্ছে না কেন্দ্র : অমিত মিত্র

পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। তাঁর দাবি, এই অবস্থায় কেন্দ্রের উচিত সাধারণ মানুষকে স্বস্তি দিতে পদক্ষেপ নেওয়া।

Breaking News

By

Published : Feb 23, 2021, 9:35 PM IST

কলকাতা, 23 ফেব্রুয়ারি : একদিকে রাজ্যে বাড়ছে বিধানসভা ভোটের উত্তাপ৷ পাশাপাশি বাড়ছে পেট্রল-ডিজেলের দাম । এই নিয়ে গোটা দেশে বিরোধী দলগুলো সরব । এরাজ্যে সরব রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও । শনি-রবি-সোম জেলা থেকে ব্লকস্তরে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নিয়ে প্রতিবাদ করেছে তৃণমূল । এবার একই বিষয় নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র ।

আসলে জ্বালানি তেলের ওপর কেন্দ্র এবং রাজ্য দুই সরকারই কর বসায় । তাহলে কেন শুধু কেন্দ্রকেই কাঠগড়ায় তোলা হচ্ছে ? রাজ্য সরকারের মতে, এক্ষেত্রে পেট্রোপণ্যের ওপর করের পরিমাণই ফারাক গড়ে দিয়েছে । রাজ্য সরকারের তুলনায় জ্বালানি তেলে কেন্দ্র অনেক বেশি কর নেয় । অমিত মিত্র বলেন, ‘‘‌এই মুহূর্তে প্রতি লিটার পেট্রলে 32.90 টাকা ও ডিজেলে 31.80 টাকা কর এবং সেস নিচ্ছে কেন্দ্র । সেখানে রাজ্য সরকার প্রতি লিটার পেট্রলে মাত্র 18.46 টাকা ও প্রতি লিটার ডিজেলে 12.57 টাকা কর নিচ্ছে ।’’

তাঁর দাবি, এই অবস্থায় কেন্দ্রের উচিত সাধারণ মানুষকে স্বস্তি দিতে পদক্ষেপ নেওয়া । পেট্রল-ডিজেল থেকে কেন্দ্রের আয় রাজ্যের সরকারের তুলনায় অনেক বেশি । তাই কেন্দ্রেরই উচিত করের পরিমাণ কমিয়ে পেট্রোল-ডিজেলের দাম নিয়ন্ত্রণ করা ।

আরও পড়ুন :জিএসটির আওতায় পেট্রল-ডিজ়েল ?

ইতিমধ্যে পশ্চিমবঙ্গ, রাজস্থান, ছত্তিশগড়ের সরকার জ্বালানি তেলের ওপর করছাড় দিয়েছে । তবে এত কিছুর পরেও কেন্দ্র সরকার এই নিয়ে মুখ খোলেনি । এ দিন তা নিয়েই সরব হয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী ।

ABOUT THE AUTHOR

...view details