কলকাতা, 27 জুলাই: ভারত সরকারের জাতীয় পরিবার পরিকল্পনা সামিটে বাজিমাত বাংলার ৷ পিপিআইইউসিডি পরিষেবাতে অসাধারণ পারফর্ম্যান্সের জন্য রাজ্যগুলির মধ্যে দ্বিতীয় স্থান পেয়েছে পশ্চিমবঙ্গ ৷ তাতেই উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal won the second prize for exemplary performance in PPIUCD Services) ৷
মুখ্যমন্ত্রী এদিন টুইটারে লিখেছেন, "ভারত সরকার কর্তৃক আয়োজিত জাতীয় পরিবার পরিকল্পনা সামিট, 2022-এ পশ্চিমবঙ্গ ভারতের সমস্ত রাজ্যের মধ্যে পিপিআইইউসিডি পরিষেবাগুলিতে পারফর্ম্যান্সের জন্য দ্বিতীয় পুরস্কার জিতেছে । সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ।"
এর আগে শিক্ষাক্ষেত্রে ভাল কাজের জন্য স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে বাংলা ৷ কয়েকদিন আগেই ফের 'স্কচ অ্যাওয়ার্ড'য়ে সম্মানিত হয়েছে রাজ্য ৷ শিল্প বান্ধব পরিবেশ অর্থাৎ ইজ অফ ডুয়িং বিজনেসের জন্য রাজ্য এই সম্মান পেয়েছে ৷ একমাসের মধ্যেই ফের আরও একটি পালক রাজ্যের মুকুটে ৷
আরও পড়ুন : ফের স্কচ অ্যাওয়ার্ডে সম্মানিত বাংলা, জানালেন মুখ্যমন্ত্রী
পিপিআইইউসিডি (Postpartum Intrauterine Contraceptive Devices) অর্থাৎ অনাকাঙ্খিত গর্ভাবস্থা রুখতে ব্যবহৃত বিভিন্ন নিরোধক ৷ গত কয়েকদিন আগে রিপোর্টে প্রকাশ পেয়েছিল, কয়েক বছরের মধ্যেই জনবিস্ফোরণের দরুণ চিনকেও ছাপিয়ে যাবে ভারত ৷ তারপরেই নড়েচড়ে বসে প্রশাসন ৷ জনগণকে সচেতন করার পাশাপাশি বিভিন্ন প্রকল্পের দ্বারা জন্ম নিয়ন্ত্রণে জোর দিয়েছে সরকার ৷ তাতেই এবার পুরস্কৃত হল বাংলা ৷