পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

National Family Planning Summit: জাতীয় পরিবার পরিকল্পনা সামিটে বাজিমাত বাংলার, উচ্ছ্বসিত মমতা - West Bengal won the second prize in National Family Planning Summit

পিপিআইইউসিডি পরিষেবাতে অসাধারণ পারফর্ম্যান্সের জন্য রাজ্যগুলির মধ্যে দ্বিতীয় স্থান পেয়েছে পশ্চিমবঙ্গ (West Bengal won the second prize for exemplary performance in PPIUCD Services) ৷

National Family Planning Summit
জাতীয় পরিবার পরিকল্পনা সামিটে বাজিমাত বাংলার

By

Published : Jul 27, 2022, 7:57 PM IST

Updated : Jul 27, 2022, 9:35 PM IST

কলকাতা, 27 জুলাই: ভারত সরকারের জাতীয় পরিবার পরিকল্পনা সামিটে বাজিমাত বাংলার ৷ পিপিআইইউসিডি পরিষেবাতে অসাধারণ পারফর্ম্যান্সের জন্য রাজ্যগুলির মধ্যে দ্বিতীয় স্থান পেয়েছে পশ্চিমবঙ্গ ৷ তাতেই উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal won the second prize for exemplary performance in PPIUCD Services) ৷

মুখ্যমন্ত্রী এদিন টুইটারে লিখেছেন, "ভারত সরকার কর্তৃক আয়োজিত জাতীয় পরিবার পরিকল্পনা সামিট, 2022-এ পশ্চিমবঙ্গ ভারতের সমস্ত রাজ্যের মধ্যে পিপিআইইউসিডি পরিষেবাগুলিতে পারফর্ম্যান্সের জন্য দ্বিতীয় পুরস্কার জিতেছে । সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ।"

এর আগে শিক্ষাক্ষেত্রে ভাল কাজের জন্য স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে বাংলা ৷ কয়েকদিন আগেই ফের 'স্কচ অ্যাওয়ার্ড'য়ে সম্মানিত হয়েছে রাজ্য ৷ শিল্প বান্ধব পরিবেশ অর্থাৎ ইজ অফ ডুয়িং বিজনেসের জন্য রাজ্য এই সম্মান পেয়েছে ৷ একমাসের মধ্যেই ফের আরও একটি পালক রাজ্যের মুকুটে ৷

আরও পড়ুন : ফের স্কচ অ্যাওয়ার্ডে সম্মানিত বাংলা, জানালেন মুখ্যমন্ত্রী

পিপিআইইউসিডি (Postpartum Intrauterine Contraceptive Devices) অর্থাৎ অনাকাঙ্খিত গর্ভাবস্থা রুখতে ব্যবহৃত বিভিন্ন নিরোধক ৷ গত কয়েকদিন আগে রিপোর্টে প্রকাশ পেয়েছিল, কয়েক বছরের মধ্যেই জনবিস্ফোরণের দরুণ চিনকেও ছাপিয়ে যাবে ভারত ৷ তারপরেই নড়েচড়ে বসে প্রশাসন ৷ জনগণকে সচেতন করার পাশাপাশি বিভিন্ন প্রকল্পের দ্বারা জন্ম নিয়ন্ত্রণে জোর দিয়েছে সরকার ৷ তাতেই এবার পুরস্কৃত হল বাংলা ৷

Last Updated : Jul 27, 2022, 9:35 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details