পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

West Bengal Weather Update: ধনদেবীর আরাধনায় মাতোয়ারা বঙ্গ, কেমন থাকবে আবহাওয়া ?

লক্ষ্মীপুজোয় বৃষ্টির পূর্বাভাস ছিল আগে থেকেই (West Bengal Weather Update) ৷ তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ৷ পাশাপাশি আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্য থেকে বর্ষা বিদায় নেবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷

West Bengal Weather Update
লক্ষীপুজোয় বৃষ্টি সমস্যা হবে না

By

Published : Oct 9, 2022, 7:20 AM IST

Updated : Oct 9, 2022, 9:17 AM IST

কলকাতা, 9 অক্টোবর: কোজাগরী লক্ষীপুজোর দিন বঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার পূর্বাভাস থাকলেও তা কখনই অস্বস্তির কারণ হবে না (West Bengal Weather Update)। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী কয়েকদিন। তবে এটা শেষ বর্ষার বৃষ্টি। ইতিমধ্যে তাপমাত্রা অল্প হলেও বৃদ্ধি পেয়েছে। তবে রাতের দিকে হিমের পরশ পাওয়া যাচ্ছে। এসবই হাওয়া অফিসের কাছে হেমন্তের আগমন বার্তা ।

আলিপুর আবহাওয়া দফতরের ডিউটি অফিসার মলয় বসু রায়চৌধুরী শনিবার রাতে বলেন, “দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী 2-3 দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে। উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পংয়েরও অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা আকাশ থাকবে। কিছু কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে। দিনের তাপমাত্রা সর্বোচ্চ থাকবে 35 ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । আগামী সপ্তাহের মধ্যে বাংলা থেকে বর্ষা বিদায় নিতে শুরু করবে।”

লক্ষীপুজোয় সমস্যা হবে না বৃষ্টি

আরও পড়ুন: আজ উমার বিদায়ে মেঘলা আকাশ, বৃষ্টির পূর্বাভাস নেই

শনিবার কলকাতা এবং আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 দশমিক এক ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আদ্রতা ছিল 95 শতাংশ। বৃষ্টিপাত গত চব্বিশ ঘণ্টায় সেভাবে হয়নি। রবিবার দিনের আকাশ আংশিক মেঘলা। কয়েক পশলা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রির আশেপাশে থাকবে।

Last Updated : Oct 9, 2022, 9:17 AM IST

ABOUT THE AUTHOR

...view details