কলকাতা, 10 অক্টোবর: এখনই পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেবে না বর্ষা (West Bengal Weather Update) ৷ আলিপুর আবহাওয়া দফতরের এই পূর্বাভাস থেকে স্পষ্ট জনজীবনে বৃষ্টি অস্বস্তি হয়ে থাকবে আরও কিছুদিন।
হাওয়া অফিসের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “বঙ্গপোসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে ৷ তার প্রভাব পড়ছে সিকিম এবং উত্তরবঙ্গে। এর ফলে 12 অক্টোবর বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও দক্ষিণ দিনাজপুরের বৃষ্টির পরিমাণ বাড়বে ৷ সেই সঙ্গে সিকিমেও বৃষ্টিপাত বাড়বে। আজ কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও দিনাজপুরে ভারী বৃষ্টি হবে। বৃষ্টির জেরে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তরও বৃদ্ধি পাবে। দার্জিলিং কালিম্পং ও সিকিমে ভূমিধ্বসের সম্ভাবনা আছে (IMD Weather Forecast) ।