কলকাতা, 8 অক্টোবর: দুর্গাপুজো হইয়াও হইল না শেষ। বিজয় দশমী পরেও প্রতিমা রয়েছে শহরের একাধিক মণ্ডপে। তাদের নিয়েই আজ শনিবার কলকাতার রেড রোডে হবে কার্নিভাল (IMD Kolkata Weathe Forecast)। এই অবস্থায় বৃষ্টি কি কার্নিভালের বিশেষ আবহে কাটা ছড়াবে ? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। শুধু আজ নয়, আগামী তিন চারদিনও পরিস্থিতির বিশেষ পরিবর্তন হবে না বলে খবর আবহাওয়া দফতর সূত্রে (West Bengal Weather Update) ৷
কার্নিভালই শুধু নয় রবিবার লক্ষীপুজোতেও বৃষ্টি পড়তে পারে। বৃষ্টির বেশি সম্ভবনা দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাকুড়া, পুরুলিয়ায়। পশ্চিমের জেলাগুলিতে রবিবারের পর বৃষ্টি বাড়বে। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ তবে গত বেশ কয়েকদিন ধরেই বর্ষার বিদায়ের ইঙ্গিত মিলছে আবহাওয়া দফতর। বর্ষা পুরোপুরি বিদায় নিলে হেমন্তকালের উপস্থিতি বাতাসে অনুভূত হবে। ইতিমধ্যেই ভোরের দিকে বাতাসে হিমের পরশ পাওয়া যাচ্ছে। আকাশে পেজা তুলোর মত মেঘের ভিড়। একটা নরম আবহে বৃষ্টি সত্যিই বেমানান।